মোহর চোখে অল্প কাজল দিলে।
আকাশ অল্প ভার। অল্প শীত মাখা বিছানা বালিশ। অল্প পড়া নভেলটা অযত্নে উপুড়। কাল পরীক্ষা, অথচ সিলবাস এখনও অল্প চেনা। পড়ার ইচ্ছেও অল্পই। ছেলেটা অমন চিঠি লিখতে সাহস পায় কী করে? অল্প রাগ মোহরের গালে গোলাপি ঢেলে গেল।
ওদিকে দুপুরের অল্প মেঘ জমা হওয়াটা তৌসিফের নজর এড়ায়নি কিছুতেই। অপরাধী ধুকপুকটার অল্প রেশ এখনও রয়ে গেছে।
"দুপুর মেঘলা হলে তোমায় অল্প কাজলে মানাবে"; এমন গদগদে সস্তা ম্যাগাজিন মার্কা চিঠি সে লিখলে কোন সাহসে?
ট্রামের অন্যমনস্কতা পেরিয়ে মোহর মিত্রর কলটা অল্পের জন্য মিস হতে দিলনা তৌসিফ।
No comments:
Post a Comment