না পাওয়ার রঙ জড়ো করছিলেন বোধিসত্ত্ব।
আচমকা মাথায় কী ভূত চাপলো;ভাবলেন যাই,আর একবার ঘুরে আসি।
না পাওয়ার রঙটুকু কাউকে যদি গছানো যায়।
**
- ভাইটি।
- আপনি?
- আমি এমনি এমনি।
- আপনি কি হর্লিক্স?
- আমার গান আছে।
- আছে? সুর? কই?
- নাই। তাই না পাওয়ার রং। নেবেন?
- দেবেন?
- নাও তুমি।
--
- দিলেন কই?
- দিলাম তো।
- পেলাম কই?
- পাবে কী করে।না পাওয়া যে।
- ধুস। বড় বেরঙিন।
- ধরে ফেলেছেন।আর চিন্তা নেই।
- না পাওয়া তো।থাকবে কী করে?
--
- যাহ!
- চলি।
- চললেন?
- প্রস্থান।
- ওহ। খেয়ালই করিনি।আপনি মানুষ নন দেখছি।
- নাহ। পোকা।
- জ্বলছেন কই?
- শহর তো। জোনাইয়ের জ্বলুনি নেই।
--
- ওহ! জ্বলুনি নেই। আলো নেই।
- নেই। যা নেই তা পাবেন কেন?
- না পাওয়ার রঙ। আপনি দিলেন।
- আমি?বিলকুল।
- চলি।
- আপনার নামটা...নেই? না পাওয়া?
--
- দিয়ে যাব?সে'টুকু?
- না পাওয়ার স্নেহ সমুদ্রে অল্প পড়ে পাওয়া। বিশ্রী।
- বিশ্রীই তো;বোধিসত্ত্ব।
- বোধিসত্ত্ব পুরুষ নন?
- স্রেফ?নাহ!
No comments:
Post a Comment