Tuesday, February 16, 2016

গুগল কাসুন্দি

- কী বুঝছেন?
- কীসের কী?
- গ্র‍্যাভিটেশনাল ওয়েভ্স।
- আইনস্টাইন ভ্যালিডেটেড হলেন। সে'টা বড় কথা।
- হ্যাঁ। যুগপুরুষ।
- রবীন্দ্রনাথ ওঁর সাথে আড্ডা দিতেন, চাট্টিখানি কথা?
- রবীন্দ্রনাথ আড্ডা দিতেন?
- কেন বলুন তো?
- ফেসবুকে একটা ক্লিপিঙে দেখছিলাম উৎপলবাবু কোশ্চেন করছেন থিওরিটাকে।
- অ। আগন্তুক। রে'জ লাস্ট ফ্লিক।
- ইয়ে হ্যাঁ। আই মিন, ভদ্রলোকের শেষ বয়েসের সিনেমা ঠিক পোষাত না, তাই দেখতাম না। টু মাচ ইন্ডোর্স। ইনটেন্সিটিও তেমন ঠিক....সন্দীপ মাঝেসাঝে ক্যামেরা চালিয়ে দিত কী না কে জানে।
- ফেলিনি।
- না সন্দীপকে ফেলে দিতে বলছি না...।
- আমি ফেডেরিকো ফেলিনির কথা বলছি। থোড় বড়ি রায়ে না আটকে এবার একটু স্টেপ আউট করুন না।
- ওহ। দ্য গ্রেট ইট্যালিয়ান ফিল্মমেকার? ওর স্টাইল নিয়ে একদম জব্বর আড্ডা দেওয়া যাবে। আজ লগ অফ করছি। টাইম ফর ডিনার।

***
কাসুন্দির ঝাঁঝের মত ভালো একটা অনুভুতির নাম গুগল। বেকুবের মত "কই জানি না তো" বলা ফিক হাসিগুলো কার্পেটের তলায় সেঁধিয়ে গেছে।

জেনে ফেলার যুগ। জেনে উগরে দেওয়ার যুগ, অন্যের উগরানোকে নিজের বমিতে ঢেকে দেওয়ার যুগ।

No comments: