- ইলোপ-টিলোপ তো ঠিক আছে। কিন্তু যদিদং টদিদংটুকু বলবে না?
- হোয়াই নট? যদিদং হৃদয়ং...।
- এ মা! যজ্ঞের আগুন কই?
- অগ্নিসাক্ষী রেখে বলতে হবে?
- নয়তো স্যাঙ্কটিটি থাকবে কেন? জ্বালাও।
- সিগারেট আছে। চলবে? লাইটারটা যে দরকারের সময় কোথায় যায়...।
**
সিগারেট ধরালেন বিপ্লব। মনটা বড় অগোছালো হয়ে যাচ্ছিল বারবার।
নাহ।
ক্ষমতায় কুলোবে না। বড্ড বেশি মধ্যবিত্ততা ঢুকে গেছে বুকপকেটে, অফিসের ব্যাগে, মানিব্যাগে,ধমনীতে। মিতা কলকাতার স্মার্ট মেয়ে, আধুনিক পরিবার। ওর সাহসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে মেদিনীপুরের একটা ছেলে? ধুস। ট্যাক্সি ঘুরিয়ে নিতে বলে মিতার মোবাইলে একটা ফোন করলে সে।
**
"আজ থাক। যদি ঢং বল তাহলে তাই। আজ থাক"।
No comments:
Post a Comment