- বিট্টা রে, শেষ পর্যন্ত ইতিহাসে বাইশ পেলি?
- বোরিং বাবা।
- ইতিহাস?
- হুঁ।
- মুশকিল।
- ফেল করেছি বলে?
- না। ইতিহাস বোরিং ঠেকছে বলে।
- বাট ইট ইজ বোরিং। ঘুম পায়।
- আচ্ছা, আমি তোকে ইতিহাস পড়াব?
- ইট উইল স্টিল বি বোরিং।
- কেন?
- বইটাই তো বোরিং। আমার দেখলেই ঘুম আসে।
- আচ্ছা। আমি বরং অন্য বই থেকে তোকে হিস্ট্রি পড়াব।
- অন্য বই?
- হ্যাঁ। সিলেবাস-টিলেবাস ভেবে লাভ নেই। নম্বর দিয়ে কচু হবে। ইন্টারেস্ট জেনারেট করতে হবে।
- কোন বই থেকে পড়াবে বাবা?
- দাঁড়া। বইটা নিয়ে আসি।
- তোমার কাছেই আছে?
- অফ কোর্স।
পাঁচ মিনিটের মাথায় বিট্টাবাবুর জুলুজুলুর চোখের সামনে সাত পুরনো ফ্যামিলি অ্যালবামটা নামিয়ে রাখলেন অনিন্দ্যবাবু।
1 comment:
অভাবনীয় লেখা। কমেন্ট করার ধার ধারে না - অভ্যাসবশতঃ লিখে ফেললাম - দুঃখিত!!!
Post a Comment