১
অমিত রায় সে'বার টাইম মেশিন আবিষ্কার করলেন।
অতঃপর সোজা সেই মেশিনে চড়ে দু'হাজার ষোলো শালে ল্যান্ড করলেন। নেমেই শুনতে পেলেন নজওয়ান ছেলেপিলেরা তার যন্ত্রের প্রশংসা করছে আধুনিক বাঙলা ভাষায়; "কাকা, লে বন্য যন্ত্র বানিয়েছেন"।
পত্রপাঠ যন্ত্রে চেপে নিজের সময়ে ফিরে গেলেন অমিত রায়। ওয়াপিস গিয়েই লাবণ্যকে রিজেক্ট করে কেটিকে বিয়ে করে "লে বন্য" হুঙ্কার ভোলালেন তিনি।
২
- খুড়ো। ও খুড়ো।
- কী?
- বলি নৌকাটা...।
- নৌকাটা কী?
- নৌকাটা কী করবেন?
- কী করব মানে?
- মানে ইয়ে, আপনার কাজ তো মিটে গেছে, এবার ও'টা আমায় দেবেন?
- না।
- না?
- না।
- কেন?
- ও দিয়ে কাজ আছে।
- কী কাজ নোয়া খুড়ো?
- ও নৌকা ভেঙে আমি মাসকাবারির থলে গড়াব হাজার খানেক।
- নৌকা ভেঙে মাসকাবারিরর থলে খুড়ো?
- সংসারে কত কী লাগে । যে ব্যাগ দুনিয়া হজম করতে পারে না তা দিয়ে কি গেরস্থের মাসের বাজার হয় রে? তাই। এ নৌকা ভেঙে...।
- মাসকাবারির থলে গড়াবে?
- ঠিক।
- তোমার মাথায় ব্যামো হয়েছে নোয়াখুড়ো। হাই কোয়ালিটির সি সিকনেস।
No comments:
Post a Comment