- প্রভু একটা বিহিত করুন প্রভু।
- কী চাই তোমার?
- সাতটি দিনের জন্য নাইনটিন ফোরটিনে নিয়ে গিয়ে ছেড়ে দিন প্রভু। সস্তায় কিছু লোহা কিনি। দোহাই বাবা।
- লোহা?
- হ্যাঁ। লোহা স্যার...ইয়ে...প্রভু।
- সস্তায়?
- হ্যাঁ প্রভু। নাইন্টিন ফোরটিনে।
- কী করা হয় তোমার?
- আপিসে লেজারকিপার। মাত্র দু'শো তেত্রিশ টাকা মাইনে পাই। সংসার চলে না বাবা।
- সংসার চলে না?
- না! লোহা...প্রভু...।
- নাইনটিন ফোর্টিনে?
- হ্যাঁ প্রভু। একটা বিহিত করুন।
- নাইনটিন ফোরটিনে একটু অসুবিধে আছ।
- কেন প্রভু?
- কালের প্রবাহে উল্টো ডুব সাঁতার? সবার দ্বারা হয় না বাপু। হয় না। হয় না। হয় না। কঠোর সাধনা চাই!
- তাহলে স্যার...আরে...প্রভু আমার কি কোন উপায় কোন প্রকারে...? আপনি...একটা উপায় করুন...।
- উপায় আছে। উপায় আছে। আছে উপায়।
- আছে?
- উনিশশো চোদ্দয় নয়। উল্টো পথে হাঁটা তোমার সইবে না। তোমায় আমি শতাব্দীর অন্য প্রান্তে নিয়ে যাব।
- আজ্ঞে?
- শতাব্দীর অন্য প্রান্তে। একবিংশ শতাব্দীতে। স্বাধীন ভারতবর্ষে।
- ডমিনিয়ন প্রভু?
- মোহনদাস ভোল পালটাবে বাছা। পালটাবে। সব ছকে রেখেছি।
- প্রভু।
- তোমায় আমি নিয়ে ফেলব একবিংশ শতাব্দীতে।
- তখন কি লোহা সস্তা পাব প্রভু?
- ইস্পাত? তার চেয়েও মজবুত ও ধারাল; ধার।
- ধার?
- ধার। তুমি কয়েক হাজার কোটি ধার করবে।
- হা...হা...হা...হা...।
- দু'চার হাজার বেশিও চাইতে পার। কেউ আটকাতে যাচ্ছে না।
- কিন্তু স্যার...ধুর্...প্রভু...ধার শুধব কী করে?
- রবি কে কি সাধে বলেছিলাম যে তোমরা বাঙালি হয়েই জীবন অতিবাহিত করে দেবে, মানুষ হতে পারবে না! শোন ধার নেবে কিন্তু শোধ দেওয়ার কোন দরকার নেই। দু'হাজার ষোল সাল শুরু হলেই তুমি বর্তমানে ফিরে আসবে।
- কয়েক হা...হা...হা...হাজার কোটি সমেত প্রভু?
- নিশ্চই। কিন্তু কেউ আমায় ধার দেবে প্রভু? আমি ক্লার্ক!
- কেরানীকে কেউ ধার দেয় হে! তুমি সে সময় গিয়ে ব্যবসা ফাঁদবে। বা ব্যবসা ব্যবসা ভান করবে। নেশা ধরাবে মানুষের মনে। মানুষকে ওড়াবে। আর ওড়াবে তাদের টাকা। কেমন?
- প্রভু। প্রভু। প্রভু।
- বিজয়ী হও।
6 comments:
হে হে হে... এটা দারুণ।
ekghor-PB
ekghor-PB
Awesome :)
দারুন :)
দ্যাট লাস্ট লাইন।
Post a Comment