- আসব?
- হ্যাঁ। আসুন। আমার বিস্তর কাজ রয়েছে।
- বলছিলাম, আমার পেটেন্টটা?
- এই কার্ডবোর্ডের বাক্স হচ্ছে আপনার তৈরি টাইম মেশিন। তাই তো?
- আজ্ঞে। তবে শুধু সময়ে পিছিয়ে যাওয়া যায়। ভবিষ্যতে যাওয়া যায় না।
- আচ্ছা বেশ। এই কার্ডবোর্ডের বাক্সে চড়ে ইতিহাসে চলে যাওয়া যায়। তাই তো?
- একদম।
- এটা আপনি আমায় বিশ্বাস করতে বলছেন?
- ফুল প্রুফ। থিওরির সরবতে এক ফোঁটাও চোনা নেই।
- প্রফেসর। দেখুন। এ'টা কার্ডবোর্ডের বাক্স। মানে আপনার সময় পিছিয়ে দেওয়া টাইম মেশিন একটা দৈত্যাকার বাক্স বই আর কিছু নয়। তাতে কোন সার্কিট, পাওয়ার সাপ্লাই কিস্যু নেই।
- সময় পিছিয়ে যেতে সে'সবের দরকার নেই।
- দরকার নেই?
- নেই।
- তবে?
- এই বাক্সের ভিতর রাখা আছে একটা চেয়ার।
- জাদু চেয়ার?
- না। জাদু কেন? এ তো সায়েন্স। নর্মাল প্লাস্টিকের চেয়ার। নীলকমলের।
- তাতে করে ইতিহাসে?
- সোজা। তবে শুধু চেয়ার নয়। আরও আছে।
- আর কী?
- চেয়ারের চারপাশে থাক থাক খবরের কাগজ।
- খবরের কাগজ?
- আনন্দবাজার! আপনাকে শুধু এই বাক্সের ভিতর ঢুকে চেয়ারে বসতে হবে। আর পাশে ছড়িয়ে রাখা আনন্দবাজার দেখেও পড়বেন না। ব্যস। কেল্লা ফতে।
- মানে?
- ওই। ফুলপ্রুফ থিওরি। আপনি আনন্দবাজার বেষ্টিত হয়ে বসে থাকবেন অথচ আনন্দবাজার পড়বেন না। কিছুতেই পড়বেন না আর ক্রমশ পিছিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, পিছিয়ে যাবেন...।
- আগামী ঊনত্রিশে আসুন। দু'টো স্টাম্প সাইজ ফটো নিয়ে আসবেন। কেমন?
2 comments:
AARE MOSHAI! ANANDA PUROSKAR PABAR BABOSHTHYA KORE FAILLEN TO. SADHU SADHU.
This is awesome
Post a Comment