Friday, March 25, 2016

নির্বাণ

- গৌতমবাবু।
- *ফোঁৎ ফোঁৎ*
- ও গৌতমবাবু।
- *ফোঁৎ ফোঁৎ ফোঁৎ*
- সেরেছে। তপস্যার ঘুম! ভয়ানক। বলি ও গৌতমবাবু।
- কে? কউন? কে রে ব্যাটা?
- আমি। আমি। দেখবেন, লোটা ছুঁড়ে মারবেন না প্লিজ। 
- আরে! পরমেশ্বরদা। ওহ। বাঁচালেন।
- আমি ভাবলাম আপনি বোধ হয় ঘুমের বড়ি খেয়ে তপস্যায় বসেছেন।
- না তা নয়। আসলে ভারী মিঠে হাওয়া বইছিল কিনা। যাক। মাল কই?
- মাল?
- নির্বাণ।
- ওহ। এই যে। 
- এটা কী! লেফাফা?
- ওই খামেই তো রয়েছে।
- নির্বাণ?
- আজ্ঞে। অ্যাপয়েন্টমেন্ট লেটার। 
- চাকরী? নির্বাণ?
- এমন চাকরী যেখানে সোমবার লোকে ফুর্তিতে ড্যাং ড্যাং করতে করতে আপিস যায়।
- রিয়েলি? 
- মাইরি।
- আপিসের নামটা কী?
- শ্রী শ্রী সিদ্ধেশ্বরী প্রাইভেট লিমিটেড।

No comments: