- হে মোর দেবতা...।
- ভল্যুম কমাও।
- আজ্ঞে?
- ভল্যুম। কমাও।
- না মানে...প্রার্থনা করছিলাম...।
- প্রার্থনা? অ্যালার্ম সেট করো। প্রার্থনার চেয়ে টাইমলি ঘুম থেকে উঠলে বেশি কাজ হয়।
- রোজ সাড়ে ছ'টা দেবতা। ছেলের স্কুল। বাজার। স্নান। আনন্দবাজার।
- পৌনে ছ'টা করো। আধ ঘণ্টার ব্রিস্ক ওয়াক। হেলথ ইজ ওয়েলথ।
- হেলথ গড়তে গিয়ে জান কয়লা হবে যে। ভোরের ঘুম, পায়েসের কড়াইয়ের চাঁছি।
- উপায় নেই। উপায় নেই। দেবতা দেবতা করে ঘাঁটানো বন্ধ করো বাপ।
- আপনার অ্যালার্মের দরকার পড়ে না? দেবতা?
- সে দরকার পড়ে না বলেই তো দেবতা। এবার ঘ্যানঘ্যান একটু কমালে কানে ইয়ারফোন দিয়ে লম্বা হই। পাশবালিশ ডাকছে।
- হে মোর...।
- চোপ! শালা!
1 comment:
darun
Post a Comment