অর্জুনের মুখ চুন। ঘনঘন হাতঘড়ির দিকে তাকাচ্ছিলেন আর কপালের ঘাম মুছছিলেন। ও'দিকে জয়দ্রথ আড়ালে বসে দিব্যি নখ চিবুচ্ছিলেন আর কিশোরভারতী পড়ছিলেন। ও'দিকে আকশে সূর্য নরম হয়ে আসছিল।
উপায়ন্তর না দেখে ধুতির পকেট থেকে মোবাইল বের করে এয়ারটেল ফোর-জি'তে ইউটিউব চালালেন কেষ্টকুমার। তাতে উত্তমের লিপে হেমন্ত গুনগুন শুরু করছেন;
"সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো..."।
অমনি আকাশ থেকে সূর্য হাপিশ।
আর তক্ষুনি জয়দ্রথ গঙ্গম মেজাজে অর্জুনের সামনে এসে লাফালাফি করতে শুরু করলেন। জয়দ্রথকে দেখতে পেয়েই ভিডিও পজ্ করলেন কেষ্টা।
মিচকি হেসে কবচের মধ্যে থেকে লাক্স কোজি গেঞ্জির ডগা টেনে বের করে তাতে একটা আলতো চুমু খেলেন অর্জুন; "গাণ্ডীব ফাণ্ডীভ যাই থাক। আপনা লাক পহেনকে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ"।
1 comment:
Ore baba ...ki kando! Airtel ar lux cozy e collaboration ta bhalo e hochche...Apni ring master hoye jan....cheque ta nite bhulben na jeno
Post a Comment