- আইয়ে।
- আমি?
- জী! সাহাব বুলায়ে হ্যায়।
- আপনি শিওর? আমাকেই ডেকেছেন?
- আপ হি অনির্বাণ মিত্রা, নহি?
- হ্যাঁ, আমিই। কিন্তু...। কিন্তু আমার ইন্টারভিউটা খুবই খারাপ হয়েছিল। আমার সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ারই কথা নয়...।
- অন্দর যাকে বোল দিজিয়ে। ওহি বাত।
- আমাকেই ডাকা হয়েছে তো?
- আইয়ে।
**
- অনির্বাণ...।
- আজ্ঞে মিত্র। মিট্টার লেখা, ইংরেজিতে।
- আপনি জানেন আপনাকে কেন ডেকেছি?
- না। জানি না। ইন ফ্যাক্ট আর্দালিবাবুকেও তাই বলছিলাম। আমার সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ারই কথা নয়।
- এ'টা সেকেন্ড রাউন্ড অফ ইন্টারভিউ নয় অনির্বাণবাবু।
- তবে?
- চা না কফি?
- আজ্ঞে?
- চা না কফি? না কোল্ড ড্রিঙ্কস?
- চা।
- দুধ, চিনি?
- সমস্ত চলে। এবারে বলুন। চাকরী দেবেন না, কিন্তু তবু আমায় সকাল থেকে বসিয়ে রেখে দুপুরে আবার ডাকার মানেটা কী?
- সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ নেব না বলেছি। চাকরী দেব না কে বলেছে?
- মানে?
- মানে দিজ জব ইজ ইওর্স।
- মাইন? আমার? হাউ?
- আপনি বায়োডাটাতে স্পেশ্যাল স্কিল্সে লিখেছেন...আপনার ডানা আছে। আপনি প্রয়োজনে উড়তে পারেন।
- ট্রু। কিন্তু এই কাজে...।
- ট্রু হোক না হোক। আপনি এই কাজের জন্য টোটালি সুইটেব্ল।
- হুম?
- উড়তে পারাটা বলিউড গসিপ রিপোর্টারদের জন্য একটা ফেনোমেনাল কোয়ালিটি অনির্বাণ। অবিশ্যি উড়ন্ত কেউ এই ফ্র্যাটারনিটিতে কখনও আগে জয়েন করেনি। তবে উড়তে পারা ডেফিনিটলি ভালো জিনিস। উড়লে ভালো কিছু হবে বলেই মনে হয়।
- ওহ্। রিয়েলি? তবে...।
- তবে কী? অনির্বাণবাবু? এই নিন। অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওয়েলকাম টু আনন্দকল্লোল ম্যাগাজিন।
- না মানে...এ'টা যদি সত্যি না হয়? আমার ডানা দেখতে চাইবেন না? আমি উড়ি কিনা, টেস্ট করে দেখবেন না?
- অনির্বাণ মিত্তির। শুনুন। ডানা থাকলে আপনি উড়বেন, বঢিয়া বাত। ড্রোন হয়ে গসিপ জোগাড় করে আনবেন। আর আপনার ডানা না থাকলে? আপনি উড়তে না পারলে? অউর ভি বঢিয়া। ট্রুথ ফ্লাইজ, বাট সাকসেস্ ফ্লাইজ হাইয়ার। নিজের বায়োডেটায় এত বড় বোমা ফাটাতে পেরেছেন, সে গাঁজা ঝাড়ার সাহসের জন্যেই এ চাকরী আপনারই। এই কাজে এই তো চাই। এ ফলস বোমার দাম এ ক্ষেত্রে হাজার খানা ডানার চেয়েও বেশি মিত্তিরবাবু। আসুন, এই অফার লেটারটা অ্যাকনোলেজ করে দিন এবার।
No comments:
Post a Comment