অচেনা কিছু দেখলেই তা ঘষে দেখা আলাদীনের পুরনো অভ্যেস।
গঙ্গার ধারের বেঞ্চে পড়ে থাকা বেওয়ারিশ স্টিলের টিফিন বাটিটা দেখেই সজোরে ঘষে দিলেন আলাদীন। বলা যায় না, কী ঘষলে কী মুনাফা হয়ে যায়।
খানিকক্ষণ ঘষতেই হল কী; টিফিনবাক্সের ঢাকনাটা আলগা হয়ে গেল। অমনি টিফিনবাক্স থেকে উড়ে এলো প্রেমসুবাস। সে সৌরভে মনপ্রাণ মেতে ওঠে।
আলু পোস্ত। নির্ঘাত কোনও পাকা রাঁধুনির হাতের।
শেষ বিকেলের রোদের ঝিলিক গঙ্গার বুক থেকে ছিটকে এসে পড়লো আলাদীনের হাসিতে। পকেট থেকে আশ্চর্য প্রদীপটা বের করে সোজা ছুঁড়লেন নদীতে।
তারপর টিফিন বাক্সটা বগলদাবা করে শিস্ দিতে দিতে ঘাট ছেড়ে বেরিয়ে এলেন আলাদীন।
No comments:
Post a Comment