পারিবারিক জমায়েত/উৎসব/নিমন্ত্রণ।
সে'খানে কম চিন্তা নিয়ে ঢুকতে হয় না।
চিন্তা ১।
অন্তত বারো রকম ফরম্যাটে "কেমন আছো?" প্লেস করতে হবে (খবর ভালো? / পরীক্ষা কবে? ইত্যাদি) । অন্তত বারো রকম ভাবে "ভালো আছি" বলতে হবে।
চিন্তা ২।
মোবাইল চার্জিং পয়েন্টওলা স্ট্র্যাটেজিক বসার জায়গা কোথায়?
চিন্তা ৩।
"তোমার মোবাইলে কী কী গেম আছে" গোছের ডেঁপো খোকাখুকুদের এড়িয়ে থাকা।
চিন্তা ৪।
"সবাই গান করছে। তোমাকে দিয়েও দু'কলি না গাইয়ে ছাড়ছি না" মার্কা টেররিস্ট এলিমেন্টদের গলা টিপে না ধরার আগুন-ইচ্ছেটাকে দাবিয়ে রাখা চাট্টিখানি কথা নয়। মেডিটেশন দরকার।
চিন্তা পাঁচ।
পলিটিক্যাল টেবিল চাপড়ানির আলোচোনা এড়িয়ে থাকা। নিজের স্বপ্নে পাওয়া মতামত যারা কাগজে খুঁজেপেতে আন্ডারলাইন করে পড়ে তৃপ্ত হন, তাঁদের আবার এই ডিবেটে আগ্রহ বেশি। তাঁরা নিজেদের খবরের কাগজ, টিভি চ্যানেল আর লিকার চায়ের প্রতি অনুগত। এই আলোচনায় খিদে কমে, গালের চুলকানি বাড়ে।
চিন্তা ছয়।
কী যুক্তিতে তাড়াতাড়ি খাওয়াদাওয়ার দিকে এগিয়ে যাওয়া যায়।
চিন্তা সাত।
"আরো দাও" "আরেক পিস" "তুমি লজ্জা পাচ্ছ না তো" মার্কা গার্জেনদের নজর এড়িয়ে খাওয়া। ওঁরা খাওয়ার শান্তি নষ্ট করেন।
চিন্তা আট।
কী যুক্তিতে খাওয়ার পরেই "আমার একটু জরুরী কাজ রয়েছে" ভাসিয়ে সরে পড়া যায়। এস্যাপ আর কী।
No comments:
Post a Comment