Saturday, December 31, 2016

চিঠি

একবার হয়েছে কী, এক বদখত চিঠি একের পর এক মানুষকে দলা পাকিয়ে ওয়েস্টমানুষ বাস্কেটে ছুঁড়ে ফেলছিল।

দিব্যি চলছিল।
দলা পাকাও আর ছুঁড়ে ফেলো।
দলা পাকাও আর ছুঁড়ে ফেলো।
গোটা ঘর লাশে পরিপূর্ণ।

এমন সময় চিঠির নজরে এলো এক ভদ্রলোক। তিনি কাকভেজা হয়ে বাসস্টপে দাঁড়িয়ে। কাঁধে অফিস ফেরতা ব্যাগ, মুখে "মা কই, মা কই" বিহ্বলতা।

চিঠি তাকে সযত্নে ভাঁজ করে সুকুমার সমগ্রের মাঝে রেখে দিলে।

No comments: