রাত গভীর।
ক্রিসমাসবাবু দিব্যি ঘাটে থেবড়ে বসে ছিলেন। এগরোল শেষ হয়েছে খানিক আগে। হাতে এখন লেবু সরবতের গেলাস। মনে ফুরফুর। মুখে নদীর শীত মাখানো হাওয়ার ঝাপটা।
গলায় থেকে থেকে সুর খেলে যাচ্ছিল;
"আমার মন চলে আগে আগে,
আমি পড়ে রই রে বন্ধু..."।
"আমার মন চলে আগে আগে,
আমি পড়ে রই রে বন্ধু..."।
চিন্তায় কচাত করে কাঁচি পড়লো পিঠে আলতো চাপড়ে। ঘুরে তাকাতেই হলো।
- কী রে, ক্রিসমাস! চিনতে পারছিস?
- চেনা চেনা লাগছে...।
- নামটা ভুলে গেছিস, তাই তো? সেই আগের মতই রয়ে গেছিস ভাই।
- একদম ভুলে গেছি। সরি।
- আমি দত্ত। সোমবার দত্ত। থার্ড ডিগ্রী। এ'বার মনে পড়েছে?
- চেনা চেনা লাগছে...।
- নামটা ভুলে গেছিস, তাই তো? সেই আগের মতই রয়ে গেছিস ভাই।
- একদম ভুলে গেছি। সরি।
- আমি দত্ত। সোমবার দত্ত। থার্ড ডিগ্রী। এ'বার মনে পড়েছে?
1 comment:
mr. dutta boroi nisthur.. :(
Post a Comment