১
- অনিন্দ্য!
- কী ব্যাপার..এত রাত্রে?
- ফোনটা একরকম বাধ্য হয়ে করলাম। একটা গোলমাল...বেশ বড় একটা গোলমাল...বুঝলি...।
- হয়েছেটা কী?
- এই ধর, গত আধঘণ্টা ধরে...একটা শব্দ...একটানা...।
- শব্দ?
- একটানা। ধুকপুক ধুকপুক। একটানা।
- রাজীব, ভালো করে ভেবে বল। শব্দটা কি বুকের কাছ থেকে আসছে?
- এগজ্যাক্টলি। তুই কী করে জানলি?
- আমি তোর বাড়ি আসছি। দশ মিনিটে।
২
- অনিন্দ্য। দিস ইজ রিডিকুলাস।
- জানি। কিন্তু আনফরচুনেটলি...ইট ইজ ট্র্যু।
- আমি জাস্ট ভাবতে পারছি না।
- জানি।
- কতক্ষণ থাকবে এমনটা?
- আমার ক্ষেত্রে আধ ঘণ্টা লাস্ট করেছিল। তখনই জেনেছিলাম ব্যাপারটা। কারুর ক্ষেত্রে কয়েক ঘণ্টা। কারুর কয়েক দিন বা কয়েক মাস। এক্সট্রিম কেসে...।
- এক্সট্রিম?
- যাবজ্জীবন।
- মাই গুডনেস। গোটা জীবন জুড়ে হার্ট বীট থাকবে?
- মাঝেমধ্যে মানুষ হয়ে পড়তে হয় রাজীব। আমাদের প্রত্যেককে।
- অনিন্দ্য।
- হুঁ?
- যদ্দিন না এই ধুকপুক যাচ্ছে তদ্দিন...।
- তদ্দিন টিভি খবরের কাগজ বাদ। দশের দুঃখে মানুষ মানুষ ভাবটা চাগাড় দেয়।
- চাগাড় দিলে?
- চাগাড় দিলে আর খবরের কাগজ পড়ে নিশ্চিন্তে সোফায় গা এলিয়ে দিতে পারবে না। বুকে অস্বস্তি বাড়বে, মানুষ হয়ে খবর পড়া যথেষ্ট গোলমেলে।
- ওহ। খবরের কাগজ, নিউজ চ্যানেল বাদ। বেশ। আর কিছু?
- মিতার কথা বেশি ভাবিস্ না।
- মি...মি...মিতা...। ও তো নেই। ওর না থাকায় তো আমার নিঃস্পৃহ থাকার কথা। সেটাই তো নিয়ম...।
- ভাবিস না ওর কথা। ধুকপুক বাড়বে। চোখে এক রকম নোনতা জল জমা হতে পারে। অবশ্য মানুষ হওয়ায় মূল সমস্যাই হল নিজের ইচ্ছে মত ভাবনাদের কন্ট্রোল করতে পারবি না।
- ড্যাম ইট।
- ভোর হলেই একবার হাসপাতাল যেতে হবে তোকে নিয়ে। এখন ঘুমোতে চেষ্টা কর। অবশ্য ঘুমের ওপর কনট্রোলও তোর যাবে এবার। দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড টাইম টু ট্রাই সাম্ হিউম্যান মাম্বোজাম্বো।
- ব্ল্যাক ম্যাজিক?
- মানুষের দল যাকে মিউজিক বলে।
ঋণ:
"John. I have this terrible feeling, from time to time, that we might all just be human. Even you" - Sherlock. BBC.
No comments:
Post a Comment