- হিটলারদা, যাবেই?
- যাব না মানে? পোল্যান্ড ফোল্যান্ড ম্যাপে রাখার মানে হয় না।
- না মানে, যুদ্ধ বলে কথা। একটু ভেবেটেবে নিন।
- সব ভাবা হয়ে গেছে। সেনা নিকালো, চলো পোল্যান্ড। শুয়ে বসে গায়ে মরচে পড়ে যাচ্ছে।
- বলি রুটটা দেখেছেন হিটলারদা? জার্মানি টু পোল্যান্ড?
- কেন? কোনও গোলমাল আছে নাকি?
- পোল্যান্ডে ঢুকতে হলে বেহালার রাস্তা পেরিয়ে ঢুকতে হবে। নয়তো উপায় নেই।
- বেহালার রাস্তা?
- আজ্ঞে।
- নয়তো অন্য কোনও উপায় নেই?
- নেই গো হিটলারদা।
- অ। অন আ সেকেন্ড থট, মোহনদাসের কয়েকটা কথা বেশ মনে ধরেছে। আজ রাতে নাম সংকীর্তনের একটা আয়োজন করব ভাবছি। পোল্যান্ড আক্রমন ক্যানসেল।
Monday, January 2, 2017
হিটলারের সুমতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment