(ক) এই মুহূর্তে যা যা দরকার:
১. পাশবালিশ। ধবধবে সাদা ওয়াড়ের। পেটমোটা অথচ নরম।
২. টিনটিন - চন্দ্রলোকে অভিযান।
৩. এক গেলাস লেবুর সরবত, তা'তে বাড়তি এক চামচ চিনি।
৪. "মনের কথাটি ওগো বলিতে পারিনি মুখে" - হেমন্ত। লূপে।
৫. বাতাসে রান্নাঘর থেকে ভেসে আসা হাঁসের ডিম কষানোর কলেজ-প্রেম-মার্কা সুবাস।
***
(খ) এই মুহূর্তে যা যা রয়েছে:
১. স্টাডি টেবিল।
২. অফিস থেকে বয়ে আনা ফাইল।
৩. এক গেলাস পিপাসা। জল গড়িয়ে খাওয়ার আলসেমি।
৪. ডেডলাইন। ডেডলাইন।
৫. চোঁয়াঢেঁকুর।
***
(ক) - (খ) = বনলতা সেনের কাঁধে রাখা থুতনি।
No comments:
Post a Comment