প্রত্যেক অফিসেও কিছু মানুষ আছেন যারা জবাকুসুম তেলের শিশির মত ঠাণ্ডা। কাজে ব্যস্ততায় যারা দুমড়ে মুচড়ে পড়েন না।
এরা কাজেকর্মে রীতিমত দক্ষ কিন্তু ব্যবহারে মিহি। এদের মুখে "আমি, আমি" কম কিন্তু হাতে সময় অফুরন্ত। এদের কপালে ভাঁজ বিশেষ দেখা যায় না। ফাইলের চৌবাচ্চায় ফেলে দিলেও এরা আয়েশের পাউডার ঘাড়ে বেরিয়ে আসবেন; মাথার চুল পাট করে আঁচড়ানো, মুখে বকফুলেরবড়া চেবানো হাসি। ঈর্ষায় কেউ খিস্তি করলে এরা অমায়িক সুরে বলেন "এসি রুমে চেগুর পোস্টার দেখে এথেইস্ট হতে গিয়েই ব্যালেন্স গুলিয়ে ফেলছেন। একটা অন্তত রিলিজিয়ন অ্যাডপ্ট করে ফেলুন, সুকুমার পড়ুন"।
এরা সংখ্যায় কম কিন্তু প্রত্যেক অফিসের লক্ষ্মী। এদের শত্রু নেই, প্রমোশন নেই। কিন্তু এরা রয়েছেন সর্বত্র। এরা অফিস ক্যাফেটেরিয়ার মধ্যমণি, এরা ক্রাইসিসে বরফ মাথা, ভালো চা ছাড়া এদের চলে না।
হিউম্যান রিসোর্স যে'দিন বেলকার্ভের তালুতে এই বোধিসত্ত্বদের ঠেলে তুলতে পারবে, সে'দিন কর্পোরেটের কুরুক্ষেত্র ভোলপালটে ছন্দবাণী ক্লাব হবে।
No comments:
Post a Comment