- শুনুন, এই যে ভাই, আপনাকে বলছি।
- কী ব্যাপার?
- সিগারেটটা নিভিয়ে ফেলে দিন প্লীজ। আপনার বন্ধুদেরও বলুন তাই করতে।
- আপনি কে?
- নীল আর্মস্ট্রং না হলে সিগারেট নেভানো যাবে না ভাইটি?
- অত বাতিক থাকলে বাড়ির বাইরে বেরোন কেন?
- আপনারা যে কারণে বেরিয়ে এসেছেন। এই প্রতিবাদ সমাবেশে সামিল হতে। এ'বারে সিগারেটটা ফেলুন প্লীজ। প্লীজ।
- রাষ্ট্রের তুঘলকিপনার বিরুদ্ধে প্রটেস্ট চলছে, আমরা সবাই জান লড়িয়ে দিচ্ছি। আর এই আপনি পড়েছেন সিগারেট খাওয়া নিয়ে? সত্যজিৎ রায় পাইপ মুখে দাঁড়ালে তো গলে পড়তেন। ইস্যুতে ফোকাস রাখুন।
- এতগুলো লোক ভাই। আমার মত বুড়োহাবড়াও কম নেই। অনিচ্ছুক লোকেদের ধোঁয়া গিলিয়ে কী লাভ বলুন!
- কে বলুন তো আপনি? সরকারের এজেন্ট নাকি যে কাঠি করছেন?
- ক্যান্সার অ্যাজমা গছানোর ফন্দিকে কাউন্টার করা মানে কাঠি করা?
- দেখে তো মনে হচ্ছে বাংলা সিরিয়াল দেখা মাল। কফি হাউসে গিয়ে কোবরেজি খাওয়া ছাড়া কোনওদিন কিছু করেছেন? লিটল ম্যাগ উলটে পালটে দেখেছেন এ জীবনে? বার্গম্যানের নাম শুনেছেন? গ্রুপ থিয়েটার সম্বন্ধে কতটা ওয়াকিবহাল আপনি? নিকারাগুয়ায় কী ঘটেছিল সে সম্বন্ধে খবর রেখেছেন বাপের জন্মে? ইনি আবার এলেন ক্যান্সার অ্যাজমা দেখাতে। কেটে পড়ুন দেখি। প্রতিবাদের সময় যত্তসব ঢ্যামনামো।
- প্রহিবিশন অফ স্মোকিং ইন পাবলিক প্লেসেস রুলস ২০০৮, শোনা আছে ভাই? জানা আছে?
- ধ্যার্বাল। মটকা গরম হয়ে যাচ্ছে মাইরি কাকা। এ বয়সে আপনি খামোখা ক্যালানি খেলে কাকিমার টেনশন বাড়বে।
- ধুস। এই বাজে তর্কে সব গেল গুলিয়ে, প্রতিবাদ সমাবেশের থীমটাই মাথা থেকে ফসকে গেল।
- এ'সব প্রতিবাদটতিবাদ আপনাদের মত ডোমেস্টিক পেটদের কাপ অফ টী নয় কাকু। কেন স্টাইল মারতে এসে পড়েন? বুদ্ধিতে ধোঁয়া দিন। ফালতু আইনটাইন দেখাতে আসবেন না। আর এ'বার ওই ব্যানারগুলো পড়ুন, ঝালিয়ে নিন আমাদের প্রটেস্টের সাব্জেক্ট। অসহায় মানুষ অত্যাচারিত হচ্ছে অথচ সরকার স্পীকটি নট হয়ে বসে। প্রটেস্ট তার এগেন্সটে।
- আই সী। তাহলে এই প্রতিবাদ সভা হচ্ছে খামোখা ক্যালানির বিরুদ্ধে তাই তো? বেশ বেশ। তবে এখানে থাকলে যা বুঝতে পারছি আমায় খামোখা ক্যালানি আর ক্যান্সারের মধ্যে একটা কিছু বেছে নিতেই হবে। বেশ, আমি আসি। তোমরা বিড়ি খাও। কেমন?
- না মানে আমি সে'ভাবে ঠিক...।
- না না। আমি চলি। তোমাদের বার্গম্যানি ফুসফুসই পারবে ভাই। আমার সিরিয়ালের টাইম হয়ে এসছে। আসি।
No comments:
Post a Comment