১
- তুমিই অজয়?
- আজ্ঞে অজয় নয়। অরুণাভ।
- অরুণাভই হও বা অমল পালেকর। কোনও লাভ আছে কি?
- লাভ?
- প্রফিটের কথা বলেছি। নেদু হয়ো না।
- না মানে...।
- না মানে না। নো মীনস নো।
- কাকু, মানে স্যার...ইয়ে...বলিছিলাম যে মান্তু আর আমি...।
- মান্তু? বাড়ির বাইরের বেয়াড়া কেউ ওই নামে কেন ডাকবে? কুন্তলা বলো। মিস কুন্তলা চ্যাটার্জিও বলতে পারো।
- ওই কুন্তলা। মানে, ওর সঙ্গে...।
- জানি। যে তুমি ওর পিছনে ঘুরঘুর করছ। তা'তে ও একটু নরমও হয়েছে। কিন্তু আমার মত নেই।
- মানে...কাকু...স্যার...ইয়ে...ঘুরঘুর করছি আমরা দু'জনেই। মিউচুয়ালি।
- বেশ। কাল থেকে আর মিউচুয়ালি ঘুরঘুর করবে না।
- না মানে...। মাইনর রিকুয়েস্ট...একটা অ্যাপ্রুভাল অন্তত যদি দিতেন। আফটার অল আপনি কুন্তলার বাপ...আই মীন বাবা। তবে আপনার ওপিনিয়নের কোনও দাম নেই, সে'টা বোঝেন তো?
- কুন্তলার আশেপাশে যদি ফের ঘুরঘুর করতে দেখেছি তা'হলে পুলিশ ডাকব।
২
- কী ব্যাপার অমৃতেন্দু! কাল ওয়ার্নিং দিলাম, সে'টা ভ্রুক্ষেপ না করে তোমরা দু'জনে আজ পার্কের বেঞ্চিতে বসে সুডোকু সলভ করছিলে?
- আপনি সে'টাও দেখেছেন?
- আবার পালটা প্রশ্ন?
- সরি। কিন্তু বিশ্বাস করুন, আমি ফেরেব্বাজ নই।
- তোমার আইকিউ কম।
- আদৌ নয়।
- যাদের আইকিউ কম তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তাদের আইকিউ কম। থাম্ব রুল।
- কুন্তলার আইকিউ হাই।
- কুন্তলার আইকিউ ধুয়ে জল খাবে?
- মানে, কম পড়লে। ও ম্যানেজ দেবে।
- কুন্তলা কি তোমার ম্যানেজার? ফিউডাল মাইন্ডসেট তো হে তোমার। আর খবরদার যেন কুন্তলার আশেপাশে না দেখি।
- নইলে পুলিশ ডাকবেন?
- দত্ত দারোগার আমার ক্লাসমেট সে'টা জানো?
৩
- এ কী? তুমি ছাদে থেবড়ে বসে কেন?
- আপনি এখানেও?
- আমি খুব ফ্লেক্সিবল। ভূত হওয়ার এ'টাই সুবিধে।
- আপনার তো খুশি হওয়া উচিৎ। পুলিশ ডাকার দরকার পড়ল না। কুন্তলা আর আমার মুখ দেখবে না।
- একটা চড়ে চোয়াল ভেঙে দেব রাস্কেল। আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা? সে তোমায় ভালোবাসে, সে কিনা তোমার মুখ দেখবে না? আর আমি কি সাধে তোমার পিছনে ঘুরঘুর করি? আমার মেয়ে তোমায় পছন্দ করেছে। তোমায় নিস্তার দিই কী করে? তোমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, হতেই পারে। তাই বলে মুখ দেখাদেখি বন্ধ? হাতের মোয়া নাকি? মেয়েটা সকাল থেকে কেঁদে চলেছে। তুমি না গেলে ওকে সামলাবে কে?
- আপনি বুঝতে পারছেন না কাকু...আই মীন..স্যার। ওর সঙ্গে ঝগড়ায় এমনিতেই মনমরা হয়ে ছিলাম। আজ ভোরের দিকে অন্যমনস্ক হয়ে রাস্তা ক্রস করতে গিয়েই...মিটে গেল...। ট্রাক। এক্কেবারে পেস্ট। আমার বডিট তেমাথার মোড়ে পড়ে এখনও। মর্গের গাড়িটা এলো বলে। তাই বলছিলাম...।
- নিনকম্পুপ। মাথা মোটা বাইসন কোথাকার। শুরুতেই বুঝেছিলাম তুমি একটা লো আইকিউ আহাম্মক। মানছি মান্তুর সঙ্গে তোমার আলাপ মাত্র মাস দুয়েকের কিন্তু...। আমায় ভূত হিসেবে দিব্যি চিনে ফেলছ অথচ মান্তুমাকে এখনও চিনতে পারো নি? আরে বাবাজীবন, আমরা দু'জনেই ছিলাম সেই আগুনে! যাক গে। আজ সকালে দেখলাম পঞ্জিকার হিসেবে সামনের হপ্তায় ভালো দিন আছে বিয়ের। আমি ভাবলাম শুভস্য শীঘ্রম। দিলাম তোমায় ট্রাকের নীচে ঠেলে। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি সান!
7 comments:
'আমার বডিট তেমাথার মোড়ে"---তন্ময় বাবু, "আ" কার টা বাদ হয়ে গ্যাছে
'আমার বডিট তেমাথার মোড়ে পড়ে এখনও" ----, "আ" কার টা বাদ হয়ে গ্যাছে
'আমার বডিট তেমাথার মোড়ে পড়ে এখনও" ----, "আ" কার টা বাদ হয়ে গ্যাছে
'আমার বডিট তেমাথার মোড়ে পড়ে এখনও" ----, "আ" কার টা বাদ হয়ে গ্যাছে
ekta chotto prosno chilo
korte pari?
Durdanto
Durdanto
Post a Comment