- নীল দানার মত যন্ত্রণা।
- নীল দানার মত?
- আজ্ঞে। স্পষ্ট দেখতে পেলাম। জ্বলজ্বল করছে নীল দানা।
- ঘুমোও।
- কিন্তু ওই নীল দানাটা?
- চকমকে নীল?
- চকমকে। তবে চোখ ধাঁধায় না। ফুঁড়ে দেয় না। মায়া আছে। নরম।
- তবে তো আচ্ছা মুশকিলে ফেললে দেখছি।
- মুশকিল?
- যন্ত্রণাটা বেদানার মত লাল দানায় দেখলে তাও হত। দিব্যি টিপ খুলে আয়নায় সেঁটে এসে তোমার সামনে বসতাম। তোমার স্বপ্ন থেকে বাড়ি ফিরে ফের কপালে লাগিয়ে নিলেই নিশ্চিন্দি। কিন্তু সিগারেট ঠুসে দেওয়া ফোস্কাটুকু ফেলে রেখে আসব কোথায়? আমার গয়নার বাক্সটাও যে আমার কাছে থাকে না!
No comments:
Post a Comment