- আর ইউ হ্যাপি?
- আজ্ঞে? গুরুদেব?
- আর ইউ হ্যাপি?
- এই রে।
- আর ইউ নট?
- আসলে এই সেপ্টেম্বরের অকাল ঘামাচি এত ট্রাবল দিচ্ছে..।
- কলকাতায় তো ঘামাচিই নয়নতারা হে। গোটা বছরই সীজন। ও'টা ডিসকাউন্ট করে। হ্যাপি?
- ও'টা বাদ দিয়ে? তা মোটের ওপর ঠিকঠাক।
- ঠিকঠাক কি হ্যাপিনেস?
- এই রে। নয়?
- শাঁকালু কি হিমসাগরের সাবস্টিটিউট?
- ও। না মানে...বোনাস্ ঢুকলো বলে। ছেলেটার হাফ ইয়ার্লি রেজাল্ট মন্দ হয়নি। বৌয়ের অ্যপেন্ডিক্সটা সাইড করে দিয়েছি। সবেই মোটের ওপর স্টেবল।
- স্টেবলিটি কি হ্যাপিনেস?
- নয়? গুরুদেব?
- মিনিবাসের সীট কি ছাতে পাতা মাদুর ভাই?
- ও। হোয়াট ইজ রিয়েল হ্যাপিনেস? গুরুদেব?
- বলি সকাল সকাল খবরের কাগজ পড়ার বিষাক্ত অভ্যাসটা ছাড়তে পেরেছ চাঁদু? কী টূ রিয়েল হ্যাপিনেস?
- বেশ। তাহলে আশ্বিনের একটা ভালো দিন দেখে...।
No comments:
Post a Comment