পুজো পুজো ভাব।
ঝকঝকে নীল আকাশের মত খাঁখাঁ ব্যাঙ্ক ব্যালেন্স। সাদা তুলোর বলের মত নার্ভাসনেস; পুজোয় যথেষ্ট ফুর্তি হবে তো?
ফুর্তি কী? চারিদিকে বাঁশ, হোর্ডিং। পা মাড়ানো সরি আর গুঁতোগুঁতির এক্সকিউজ মী। ঘাম আর কাবাবের সুবাস মেশানো মাথা ঝিমঝিম নিয়ে রেস্তোরাঁর সামনে অর্ধেক রাত অপেক্ষা।
আর একটানা চিন্তা।
মজা কি একটু কম হচ্ছে? বীরেন্দ্র ভদ্রের চেয়ে টনি গ্রেগের কণ্ঠে অ্যাকশন বেশি ছিল বলে মনে হচ্ছে? যতটা ভাবা গেছিল ততটা আলোর বেণু বাজছে না? খবরের কাগজের বিজ্ঞাপনে কাশফুল দেখলেই পেন্ডিং ফাইলগুলোর কথা মনে পড়ছে?
"পুজো আসছে" ফ্লেভারটা দিব্যি। মনে হয় ল্যাজে সুড়সুড়ি লাগছে, বুকে ফুরফুরে হাওয়া। সপ্তমীতে ল্যান্ড করলেই মালুম হয় ল্যাজট্যাজ সব ফাঁকি; বন্যেরা বনে সুন্দর; লাফালাফি প্ল্যানিংয়ে।
ইয়ে পুজোর গ্লুকনডি ঝুঠা হ্যায় জনাব। ঝুঠা হ্যায়।
No comments:
Post a Comment