ভীতু মানুষ চাই।
যাদের বন্দুকের ভয় দেশাত্মবোধের চেয়ে বেশি।
যাদের খিদের জ্বালা ধর্মের প্রতি আনুগত্যের চেয়ে প্রখর।
যাদের রাজনৈতিক মতাদর্শের চেয়ে চুমুর লোভ বেশি।
যারা একবার বড়বাথরুমে আয়েশ করে বসলে শত বিপ্লবের ডাকেও সাড়া দেবে না।
যারা যুদ্ধ শুনলে শীতের দুপুরে কাঁথার তলায় সেঁধোবে, এন্তার রুমাল চিবিয়ে ভয় কাটাবে।
যাদের রক্ত দেখলে বমি আসবে, নতুন দিনের আলোর আশায় যে বমিভাব প্রশমিত হয় না।
যাদের দাউ দাউ আগুন দেখলে মায়ের কথা মনে পড়বে।
যারা আদর্শের জন্য বলিপ্রদত্ত নয়, যাদের গোটা বছর কাটবে শুধু মিস্টার বীন দেখে।
যারা টপ করে নিজের প্রাণ পণ করে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবলেই জ্বর আসে, যারা জ্বরের ঘোরে পান্নালাল শুনে রাত কাবার করেন।
ভীতুর দেশ।
যে'খানে দড়াম দুড়ুম করে আদর্শবাজরা অসহায়দের লাশ ফেলে দেয় না।
যে'খানে খোকাখুকুদের টপাটপ নিকেশ হওয়ার কোনও হুড়োহুড়ি নেই।
যাদের বন্দুকের ভয় দেশাত্মবোধের চেয়ে বেশি।
যাদের খিদের জ্বালা ধর্মের প্রতি আনুগত্যের চেয়ে প্রখর।
যাদের রাজনৈতিক মতাদর্শের চেয়ে চুমুর লোভ বেশি।
যারা একবার বড়বাথরুমে আয়েশ করে বসলে শত বিপ্লবের ডাকেও সাড়া দেবে না।
যারা যুদ্ধ শুনলে শীতের দুপুরে কাঁথার তলায় সেঁধোবে, এন্তার রুমাল চিবিয়ে ভয় কাটাবে।
যাদের রক্ত দেখলে বমি আসবে, নতুন দিনের আলোর আশায় যে বমিভাব প্রশমিত হয় না।
যাদের দাউ দাউ আগুন দেখলে মায়ের কথা মনে পড়বে।
যারা আদর্শের জন্য বলিপ্রদত্ত নয়, যাদের গোটা বছর কাটবে শুধু মিস্টার বীন দেখে।
যারা টপ করে নিজের প্রাণ পণ করে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবলেই জ্বর আসে, যারা জ্বরের ঘোরে পান্নালাল শুনে রাত কাবার করেন।
ভীতুর দেশ।
যে'খানে দড়াম দুড়ুম করে আদর্শবাজরা অসহায়দের লাশ ফেলে দেয় না।
যে'খানে খোকাখুকুদের টপাটপ নিকেশ হওয়ার কোনও হুড়োহুড়ি নেই।
No comments:
Post a Comment