"তোর বোধ হয় দেরী হচ্ছে, তাই না"?
"হুঁ"?
"তোর জরুরী কাজ আছে, তাই না? এখুনি যেতে হবে"?
"হ্যাঁ! মানে, একটা জরুরী মিটিং। কোয়ার্টার এন্ড প্রেশার! বুঝতেই পারছিস"।
"আয়, আমি কিছুক্ষণ এ'দিকটায় হাঁটাহাঁটি করে ফিরে যাব'খন"।
"আসি"।
"আয়"।
"সাবধানে ফিরিস"।
"আয়"।
"আসি"?
"আয়"।
চ্যাটার্জিবাবুর মিটিংয়ে ফেরার তাড়া বিশেষ ছিল না। গলা বুক জ্বালাটা বোধ হয় অসময়ে চা-ফুচকার। অথবা না বলা দলা পাকানো "ধ্যাত, যাব না"র।
No comments:
Post a Comment