- খিস্তির ইভোলিউশনে গতি নেই রে।
- নেই বলছ?
- কচু আছে। সেই মান্ধাতা আমলের চার অক্ষরে আটকে রইল জেনারেশনের পর জেনারেশন। আমার বাপ জ্যাঠার মুখখারাপ আর আমার মুখখারাপে কোনো স্কেল চেঞ্জ হল না।
- চার অক্ষর আউটডেটেড বলছ?
- আউটডেটেড নয়? একশো এমবিপিএস ব্রডব্যান্ডের যুগে ইনল্যান্ড লেটারের জন্য পোস্ট অফিসে লাইন দেব?
- অলটারনেট খিস্তি ভেবেছ? আপগ্রেডেড?
- মুশকিল কী জানিস, আমার মোবাইলে জিও সিম থেকে কী হবে যদি বাকি সবার ট্যাঁকে নকিয়ার স্টোনএজের ফোন থাকে। মিউচুয়াল এক্সচেঞ্জ না হলে সমস্ত ইনোভেশন জলে।
- তবু। দু'এক পিস শুনি। চার অক্ষরের বদলে কী বলে তৃপ্তি পাবে?
- বেহালামেট্রো।
- কী?
- আজকাল কাউকে বোকাইয়ে বললে সে ভাবে মাই ডিয়ার সুরে কথা বলা হচ্ছে। ইম্প্যাক্ট ঝুলে গেছে। কিন্তু তাকেই বলে দেখ 'তুই বেহালামেট্রো, তোর গুষ্টি বেহালামেট্রো'। তার গা থেকে চামড়া খুবলে উঠে না এলে আমি এক বছর খিস্তি দেওয়া ছেড়ে দেব।
- নেক্সট অপশন?
- রোলেসস্।
- রোলেসস্?
- রোলেসস্। ঢ্যামনা বলার চেয়ে অনেক বেশি ধারালো।
- বুঝলাম।
- বুঝিসনি। না বুঝে রোলেসসাচ্ছিস।
- এই আবার শুরু হল তোমার বেহালামেট্রোমো।
- দেখেছিস? শুনেই কেমন ফ্লপিড্রাইভ জ্বলে যায় না?
No comments:
Post a Comment