এই ধরুন,
তেলে টইটুম্বুর কড়াইয়ে ধবধবে লুচির ফুলে ফেঁপে ওঠা দেখতে দেখতে গেয়ে ওঠা 'সেই তো আবার কাছে এলে'।
সাইমার মটন টিকিয়ার রগরগে ঝোলের গড়িয়ে এসে রুমালি রুটির গায়ে এসে পড়া মাত্র জামার হাতা গুটিয়ে নেওয়া।
কিংবা
বালিশের তলা থেকে ছেঁড়াখোঁড়া মলাটের 'আরণ্যক' বের করে ভোরের অ্যালার্ম বন্ধ করা।
খটরমটর কফিহাউসি কবিতা-আড্ডার ভাঁওতা কাটিয়ে জানতে চাওয়া কারুর কাছে 'বিলির বুট'য়ের কমিক্স আছে কিনা।
আর
এ দুনিয়ার খটখটে রোদ্দুর সামাল দেওয়ার জন্য মহেন্দ্রবাবুর ছাতা মেলে ধরা; ভদ্রলোকের ম্যাচ শেষ করা ছক্কায়।
No comments:
Post a Comment