"মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম"।
- যতবার শুনবি মন খারাপ হবে। প্রত্যেকবার মন খারাপের ডিগ্রী বাড়বে। এই লেভেলে সাবমিশন করতে না পেরে নিজের হাত কামড়াতে ইচ্ছে করবে।
- তুই এই জন্য ফোন করেছিস? এত রাত্রে? এই দু'লাইন শোনাতে?
- এ'টা একটা মাইনর অবজেক্টিভ ছিল বটে। হেমন্তবাবু জাস্ট ল্যাজে খেলাচ্ছেন।
- তুই ভালো আছিস বাবু?
- জবরদস্ত্। মখমলে স্মুদ।
- ন্যাকা।
- তুই?
- আছি। রীতিমত আছি।
- গানটা শুনিস কেমন? এখনই। ইয়ারফোনে। ফোকাস নিয়ে।
- মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম। নট ব্যাড। ঘুম ভাঙালি যখন, চেখে দেখব।
- ওউক্কে ম্যাড্যাম। বেশ। এ'বার রাখি। কেমন?
- ফোন করার প্রাইমারি কারণটা বললি না যে।
- প্রাইমারি?
- ওই যে, গানের দু'লাইন শোনানো সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি?
- তুই ভাজা জোয়ানের শিশি কোথায় রাখতিস? আচমকা গলা জ্বালা। মুখে তেতো ভাব।
- দু'বছরের ডিভোর্স। এখনও সে জোয়ান কনসিউমেবল আছে?
- ভাজা জোয়ান কি রোম্যান্স রে? অত নেদু নয় ভাজা জোয়ানের শিশি।
- বইয়ের শেল্ফ, চার নম্বর তাক। রাখি?
- না।
- রাখব।
- সরি।
- তোকে কদ্দিন কিছু দেওয়া হয় না। হাফ কিলো ভাজা জোয়ান পাঠাব, কেমন?
- জোয়ান? নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম?
- টোটালি।
- তুই নেদু। ন্যাকা নোস।
- রাখি।
- গুড নাইট।
https://youtu.be/xteXpi1G1ik
No comments:
Post a Comment