Sunday, June 3, 2018

ইন্টারসেপ্ট

- কেমন বুঝছ হে ঘোষ?
- ক্লীয়ার স্কাই স্যর।
- অ।
- বৃষ্টি এক্সপেক্ট করছিলেন?
- তুমি মেঘলা বললে এক্সপেক্ট করতাম  শুখা রাস্তা। অপ্টমাইজড বাড়ি ফেরা। আকাশ সাফ শুনে মনে হচ্ছে হাফভিজে অটোর লাইনে ফুলুরি না চিবুলে সমস্তটাই জলে।
- হিউম্যান এক্সপেক্টেশনের মত হাইকোয়ালিটি রাস্কেল আর দু'টি নেই। নজরুল স্যর বলে গিয়েছন।
- ওই ল্যাঙ্গুয়েজে?
- ভাব ইন্টারসেপ্ট করেছি।
- অ।
- আপডেট। গুগল বলছে ঢালবে; কাল বিকেলে।
- কালকের ফুলুরিতে অম্বল, আজকে ফুলুরিতে মুক্তি।
- টুয়েন্টি ফোর সেভেন অমন তেতো মুখে থাকবেন না স্যার। রবীন্দ্রবাবু মুখচোপা করে গেছেন অমন তেতোমীরদের।
- ভাব ইন্টারসেপ্ট?
- ইয়েস স্যর। তেলেভাজা কিনে বাড়ি ফিরুন, চৌবাচ্চা আর মার্গো সাবানে নিজেকে সঁপে দিন। ক্রিয়েট ইওর ওউন রেন। কর্পোরেশনের সাপ্লাইয়ের আকাশ, প্লাস্টিক মগের মেঘ। ভেসে যান।
- ফিনান্সে কী করছ ভাই ঘোষ? কবিতা ছেড়ে?
- ওই যে, স্যর ভাব ইন্টারসেপ্ট।

No comments: