Sunday, July 8, 2018

হুজুগিস্টস

- কী খবর রে ?
- আর বলিস না ভাই, ব্রাজিল সেমিফাইনালের আগেই হেরে গেল, বিশ্বকাপটাই কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে গেল।
- তুই ফুটবল নিয়ে বড় বড় কথা বলছিস? তুই?
- না না, এ কী। বড় বড় কথা কই, খারাপ লেগেছে তাই বলছিলাম...। আড়াইশো টাকার চকোলেট বোম কিনেছিলাম ভাই..। পরশু মেজদা ফলস দাঁতটা লেগে যাবে, সে'দিনই সেগুলো ফাটাবো না হয়।
- তোদের কথাবার্তা শুনলে গা জ্বলে যায় মাইরি।
- ও মা! কেন? তুই বুঝি বেলজিয়ামের ভক্ত?
- শোন শোন, আমি ফুটবলের ভক্ত। তোদের মত চার বছরে একবার হুজুগ বেচে খাওয়া পাবলিক নই।
- তা বটে, ওয়ার্ল্ড কাপ ছাড়া ফুটবল আর তেমন দেখি কই...তবে...।
- যত দ্যাখনাই ফুটবল কেত। ক'টা প্লেয়ারের নাম জানতিস রে বিশ্বকাপ শুরুর আগে? মেসি মেসি করে দেখলাম সে'দিন ফেসবুকে হাউহাউ করে কাঁদলি। লজ্জা করল না রে? বার্সার ক'টা ম্যাচ দেখেছিস গত বছর?
- আসলে ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খুব মনে দিয়ে দেখি কিন্তু...।
- থাম থাম। প্রেমিয়ার লিগের খবর রাখিস? জাপানিদের ফুটবল সেট-আপ কতটা কম্পিটিটিভ, সে'টা জানিস? খালি আজেবাজে বাতেলা।
- তা বটে রে। তবে বড় ভালো লাগছে খেলাগুলো..।
- তা স্রেফ তুই হাড়হাভাতে বলে..। যত্তসব উজবুকদের হুজুগ।
- যাকগে, গতকাল দেখলি? টিট্যুয়েন্টি সিরিজে ইংল্যান্ড কেমন কামব্যাক করলে?
- এই শুরু হল...।
- কেন? ক্রিকেটে কী দোষ?
- রঞ্জি আর কাউন্টি কতটা ট্র‍্যাক করিস যে তোর থেকে টিট্যুয়েন্টি জ্ঞান শুনতে হবে?
- যাহ শালা, জ্ঞান কোথায় দিলাম?
- ওই হল, সবেতেই বেশি এন্থু। তোদের মত লোককে বিষেন সিং বেদী কী বলে জানিস?
- আহ, থাক। জেনে কাজ নেই। তার চেয়ে বরং চ', ভালো দেখে একটা সিনেমা দেখে আসি। ঘরে বসে গা'টা কেমন ম্যাজম্যাজ করছে?
- ভালো দেখে একটা সিনেমা? রিয়েলি?
- এ'বার কী হল?
- কী বুঝিস তুই ভালো সিনেমার? একট সিনেমার ভালো খারাপ তুই কী বুঝিস বল দেখি? ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সামান্য পড়াশোনা করেছিস? ত্রুফোর দোষত্রুটি নিয়ে কোনোদিন মাথা ঘামিয়েছিস? সত্যজিতের পাতি টেম্পলেটে ফেলা চারটে সিনেমা দেখে নিজেকে আঁতেল ভাবিস, তুই চিনবি ভালো সিনেমা?
- চিনব না?
- অবভিয়াসলি না।
- মানে, যদি ভালো লাগে...।
- ভুল ভালো লাগে। তোরা চিরকাল পাতি আর ইরিটেটিংই থেকে যাবি। ডিসগাস্টিং হুজুগেস।
- ইয়ে সিনেমাটা বরং বাদ থাক। মা জব্বর আলুর দম করেছে, এক বাটি নিয়ে আসি, টেস্ট কর।
- কাকীমার রান্না করা? আলুরদম? মেগা-ডেলিশাস তো। ক্যুইক, ট্যু বাটিস প্লীজ।
- অবশ্য, ইয়ে; নাহ্, আলুরদমটা বাদ থাক রে।
- সে কী! হোয়াই?
- আলুরদমের জেনেসিস বা আলুর চাষের টেকনিক, এ'সব কিছুই আমার মা ঠিক জানে না রে। কাজেই, মায়ের রান্না আলুরদম খাওয়াটা ঠিক হবে ভাই?

No comments: