- (অনিল চ্যাটার্জী কণ্ঠ) আমায় ডেকেছিলেন বাবা?
- (ছবি বিশ্বাস কণ্ঠ) হুঁ। নায়েবমশাইকে ডাক দাও।
- আজ্ঞে, এত রাত্রে?
- বলেছি যখন, নিশ্চয়ই প্রয়োজন আছে।
- বেশ, কিন্তু...।
- নায়েবমশাইকে বলো সিন্দুক খুলতে।
- সে কী, কোনো বিপদ হল নাকি বাবা?
- বিপদ নয়, প্রয়োজন। বাড়ির দলিলটা বের করে আনতে বলো।
- দলিল!
- আশা করি ভির্মি খাচ্ছ না।
- এত রাত্রে বাড়ির দলিল নিয়ে কী করবেন বাবা?
- উকিলমশাই এসে পড়লেন বলে।
- উকিলমশাই? দলিল? হচ্ছেটা কী?
- বয়স তো কম হল না। দুয়ে'দুয়ে চার করতে শিখবে কবে? এ বাড়ির অর্ধেকটা আমি বিক্রি করে দিচ্ছি। আজ রাত্রেই সে দলিল নিয়ে উকিলবাবু শহরের দিকে রওনা হচ্ছেন, খদ্দেরপক্ষ অপেক্ষায় রয়েছে।
- কিন্তু হঠাৎ বাড়ির বিক্রির প্রয়োজন হল কেন জানতে পারি বাবা?
- চোখকান খোলা রাখলেই নিজে থেকেই টের পেতে। বাড়ি বিক্রি ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন মুখের সামনে সঙের মত দাঁড়িয়ে না থেকে নায়েব মশাইকে ডেকে আনো।
- বাবা, আপনার বড়ছেলে হিসেবে আমার জানার অধিকার রয়েছে! এ বাড়ি আপনি বিক্রি করছেন কেন?
- বড়ছেলে? বড়ছেলে হয়ে বাপের মান সম্মান সম্বন্ধে কতটুকু ওয়াকিবহাল তুমি? কই, চুপ করে দাঁড়িয়ে কেন? বলো!
- আমি কিছুই বুঝতে পারছি না বাবা।
- আহাম্মক। তা বুঝবে কেন। গোটাদিন টোটো করে বেড়ালে দুনিয়ার খবর রাখবে কী করে। শোনো, আজ নতুন আইফোন এক্স এস লঞ্চ হয়েছে! দিন দুয়েকের মধ্যে সে ফোন কিনে ফেলতে না পারলে জমিদারবাড়ির ইজ্জত ধুলোয় মিশে যাবে না? আমার নাক কাটা যাবে না? আর বাড়ি বিক্রি না করলে সে ফোন আমি কিনব কী করে? তা বলতে পারো?
No comments:
Post a Comment