- মহারাজ!
- সঙের মত দাঁড়িয়ে না থেকে খবরটা বলো!
- ওদের অ্যান্টিডোট...।
- তা'তে কী? সে অ্যান্টিডোটে কী হয়েছে মন্ত্রী?
- আমাদের যন্তরমন্তর ঘরের জাদুর প্রভাব কাটিয়ে দেওয়া যাচ্ছে তা'তে!
- বটে?
- আজ্ঞে!
- এ তোমার মনের ভুল নয়ত?
- হাজার হাজার শ্রমিক চাষি গরীব প্রজা জটলা পাকাচ্ছে মহারাজ। এক দু'দিনের মধ্যেই হয়ত কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে...। সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ। কাজেই...।
- বৈজ্ঞানিক কী বলছে?
- সে পালিয়েছে!
- তার ব্যবস্থা আমি করব। তার চামড়া তুলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাজাভাজা না করা পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু তার আগে বজ্জাত প্রজাগুলোর একটা ব্যবস্থা করতেই হয়।
- যন্তরমন্তর ঘরই যখন বিকল তখন আর উপায় কী!
- থামো! যত ন্যাকাচন্দ্রের দল জুটেছে মন্ত্রীসভায়। প্রজাদের ওপর আদত অস্ত্র প্রয়োগ করার সময় এসেছে।
- আজ্ঞে?
- নেকু সেজে থেকো না। আদত অস্ত্র। যার কাছে যন্তরমন্তর ফিকে।
- আদত অস্ত্র!
- বুঝেছ তা'হলে।
- মহারাজ! এ যে যন্তরমন্তরের চেয়েও পাশবিক। মহারাজ, একটিবার ভেবে দেখুন...।
- তুমি চাও আমি তোমায় কোতল করি?
- মাফ করুন রাজন, কিন্তু..।
- কোনো কিন্তু নেই...কালেই দেশের সমস্ত ঘরে টেলিভিশনে পৌঁছে দাও, পৌঁছে দাও আমাদের নিউজচ্যানেল; আমাদের আদত অস্ত্র!
No comments:
Post a Comment