প্রপোজ করতেই হলে ধারালো তরবারি হয়ে ফালাফালা করে দিতে হবে। এস্পারওস্পার চাই, নেকু হ্যাঁগোওগোভালোবাসিগো দিয়ে বেশিদিন কাজ চলবে না।
বাঙালির প্রপোজাগুলো টেম্পলেটগুলো আপগ্রেড করে রাখা দরকার।
১৷
আউট- তোমাকেই ভালোবাসি।
ইন - ভীড় মিনিবাসে তোমার জন্য জানলা ছেড়ে দেব।
২।
আউট - তোমায় ছাড়া বাঁচবা না।
ইন - তুমি না থাকলে যে আমায় বিউলির ডালে রসগোল্লা চুবিয়ে খেতে হবে!
৩।
আউট - যা তোমারে দিয়েছিনু তা তোমারই দান।
ইন - এক প্লেটে পাঁচটা ফিশফিঙ্গার দেখছি, আমি দু'টো তুমি তিনটে। না বললে হবে না।
৪।
আউট - ভালোবাসা মানে আর্চিস গ্যালারি।
ইন - রোজ মশারি আমি টাঙাবো, প্রমিস।
৫।
আউট - তুমি আমার চিরদিনের..।
ইন- দু'জনের ফোনেই দেখছি টাইপ সি চার্জার। সুবিধে হল কিন্তু...।
৬।
আউট - এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই পাওয়া...।
ইন - ও মা! আপনার গাদার পিস ভালো লাগে? আমি আবার পেটি ভক্ত। কম্বোটা কতটা খাপেখাপ সে'টা ভেবে দেখেছেন কি?
৭।
আউট - আমায় বিয়ে করবে?
ইন - যা বুঝছি, দু'জনের একটা আমাজন প্রাইম অ্যাকাউন্টেই চলে যাওয়া উচিৎ।
৮।
আউট - এসো এসো আমার ঘরে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে।
ইন - বাবা মা মালদায় মেজোপিসির বাড়ি গেছে, বুঝলে। এ'দিকে মিনুদি ছুটিতে। বাড়ি শুনশান।
৯।
আউট - এই পথ যদি না শেষ হয়।
ইন - ভিডিও চ্যাটে বড্ড ডেটা খায় গো। নেহাত আমার দিনে তিন জিবি করে ডেটা, তাই বাঁচোয়া। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার প্ল্যানটাও আপগ্রেড করে দিই?
১০।
আউট - পারব না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও।
ইন - ফাইনাল স্কোরলাইন; ল্যাদ ১ আর তুমি ০।
No comments:
Post a Comment