- হেইয্যো...ট্রাম্পদা...হেইয্যো...।
- হু আর ইউ?
- ওহ হো, ইংরেজিতে কথা বলতে হবে তো। আজ্ঞে, আই অ্যাম তাপস সাহা।
- ট্যাপাস?
- স্যাহা। যেয়াজ্ঞে।
- হ্যাভ ইউ কিডন্যাপড মি?
- সে কী কথা! নো নো স্যার। হাউ ডু আই কিডন্যাপ? ইউ নাউ ইন ডীপ ঘুম...যাকে বলে ইজ ন্যাপিং লাইক আ কিড । আই অ্যাম অ্যাকসেসিং ইওর ব্রেন থ্রু তন্ত্র।
- ইউ আর অ্যাকসেসিং হোয়াট?
- ইওর ব্রেন স্যার। লোকেট করা ওয়াজ ভেরি টাফ। বাট ফাইনালি আই কুড এস্টাবলিশ কনেকশন। তিন দিন ধরে সিগনাল পাঠাচ্ছি আর সিগনাল গোঁত্তা খেয়ে ওয়াপস আসছে। গেটিং নাগাল অফ ইওর ব্রেন ইজ ভেরি ভেরি টাফ। বাট ফাইনালি...।
- অ্যান্ড ইউ আর অ্যাকসেসিং মাই ব্রেন থ্রু...?
- আজ্ঞে, তন্ত্রযোগে।
- ট্যান্ট্রা ইয়োগা?
- ওই হল।
- ইজ দ্যাট সাম কাইন্ড অফ হোকাস পোকাস?
- হোকাস পোকাস ফর ইউ ডিয়ার পোটাস। টোটাল সাধনা ফর মি। ফাইভ ইয়ার্স স্পেন্ট অ্যাট তারাপীঠ শ্মশান স্যার। সাবসিকুয়েন্টলি থ্রি ইয়ার্স অ্যাট দ্য জঙ্গল ইনসাইড নেপাল। ভেরি ডীপ সাধনা; ইয়ে...ইংরেজিতে...স্যাঢ্যানা বোধ হয়...ইউ নো...।
- ইউ আর আ ক্রেজি ফেলো...।
- টু প্র্যাক্টিস তন্ত্র, অল্পস্বল্প ক্রেজিনেস ইস নেসেসারি স্যার।
- সো ইফ আই আন্ডারস্ট্যান্ড করেক্টলি, ইউ আর ইনসাইড মাই হেড?
- হোয়াইল ইউ আর অ্যাস্লিপ; ইনসাইড এয়ারফোর্স ওয়ান- ফ্লাইং টু আমেরিকা, ফ্রম ইন্ডিয়া।
- সো দিস ইজ আ ড্রীম?
- ড্রীম বলতে পারেন...ইউ ক্যান সে ড্রীম। বাট দিস ইজ সলিডার দ্যান ড্রীম।
- হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ ক্যান্ট হার্ট মী...আই হ্যাভ দ্য মোস্ট ডেঞ্জারাস আর্মি ইন দ্য হোল ওয়ার্ল্ড...।
- দ্যাখো কাণ্ড। বলেন কী স্যার। আই উইল হার্ট? আই ডু নট ইভেন টাচ মসকিউটোস স্যর, আনলেস দে ডু রামত্যাঁদড়ামো। তা যা বলার জন্য এত কাঠখড় পোড়ানো...।
- ইংলিশ প্লীজ...।
- ওহ সরি। ইয়ে...হোয়াই আই বার্ন্ট সো মাচ উড অ্যান্ড স্ট্র টু রীচ ইওর ব্রেন...।
- ইউ সিলি ইন্ডিয়ান...স্পীক ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড...।
- ক্লাস নাইন ফেল স্যার। দিস ইজ মাই হাইয়েস্ট ইংলিশ।
- হোয়াট ডু ইউ ওয়ান্ট?
- ওই...ওয়ান্টিং টু এস্টাব্লিশ কমিউনিকেশন উইথ ইয়োর ব্রেন স্যার...।
- বাট হোয়াই?
- টু কমিউনিকেট সামথিং প্রচণ্ড ক্রিটিকাল স্যার।
- কাম ক্লিন ট্যাপাস। আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, আই ডু নট হ্যাভ টাইম ফর অল দিস ট্যান্ট্রা ননসেন্স।
- অত বাতেলা ভালো নয় সাহেব। অল দ্যাট বিগ বিগ টক ইজ নট গুড। যাক গে, অন বিহাফ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন; আই হ্যাভ আ জরুরি ক্ল্যারিফিকেশন টু মেক।
- ক্ল্যারিফিকেশন?
- ইউ সী তাজ মহল? গুড। ইউ সী বস্তি ঢেকে দেওয়া দেওয়াল...আই মীন...ইয়ে...পুওর পিপল হাইডিং ওয়াল? ভেরি ভেরি গুড। ইউ কোকা কোলা, উই কোকা কোলা উইথ ইউ। কিন্তু সাহেব...ভেরি ভেরি বিগ স্ক্যান্ডাল হ্যাপেনড ট্রাম্পদাদা...।
- স্ক্যান্ডাল ?
- শিঙাড়া বলে যেটা খেলেন সেটা কচু শিঙাড়া। আই মীন...দ্যাট সামোসা ইউ হ্যাড...দ্যাট ইজ ফেক সামোসা।
- আই হ্যাড ফেক সামোসা?
- ঘোর কলি ব্রো, ঘোর কলি। তাই ব্রোকলি দেওয়া সামোসা ইউ হ্যাড।
- দ্যাট ইজ রাইট... আই হ্যাড সামোসা উইথ ব্রোকলি...।
- দ্যাখো কাণ্ড, দ্যাখো। তাজ মহলকে তেজো মহালয়া বলুন নো প্রবলেম। কিন্তু এ কী অনাসৃষ্টি। আই মীন, হোয়াট ক্যালামিটি ইজ দিস। ইউ সি; ব্রোকলি ইন সামোসা ইস ঘোর সমস্যা; লাইক আমলকী ইন বার্গার স্যার বা ধরুন লাইক ব্রেনোলিয়া ইন কোকাকোলা বা লাইক নিম-বেগুন ইন কেএফসি বা...।
- আই ওয়াজ ফেড ফেক সামোসা?
- ঘোর কলি ব্রো, ঘোর কলি। তাও ভালো...আই মীন...থ্যাঙ্ক মা তারা দ্যাট ইউ ডিড নট ঈট ব্রকোলি বিরয়ানি...। দ্যাট উড হ্যাভ বিন আ মেগা ক্যালামিটি স্যার...।
- সাম ডে আই উইল হ্যাভ আ প্রপার সামোসা ট্যাপাস! ইউ উইল সী। আই উইল মেক শিঙাড়া গ্রেট এগেইন।
- স্বপ্নে তো আর ফুলকপির শিঙাড়া খাওয়ানো যায়না স্যার। নয়ত নিজের হাতে খাওয়াতাম। কলিফ্লাওয়ার সামোসা আই মীন; অমন পবিত্র সুবাস নাকে গেলে নিজে নিজেকে ইম্পীচ করে দিতেন। বিশ্বাস করুন!
No comments:
Post a Comment