Tuesday, April 28, 2020

ট্যুইটস অফ আইসোলেশন - ১

ট্যুইটস অফ আইসোলেশন - ১

***

মহামারীর মধ্যে দাঁড়িয়ে টের পাচ্ছি নিজেদের মধ্যে কৃতজ্ঞতা-বোধের কী নিদারুণ অভাব এদ্দিন জমেছিল।

এই দুর্দিনে বাড়ির জলের ফিল্টার বিগড়লো। ফোন করতেই অ্যাকুয়াগার্ডের কর্মী রাণাবাবু এসে পড়লেন চটজলদি, মুখে মাস্ক পিঠে ভারী ব্যাগ।

চাকরীর দায়।

কৃতজ্ঞতায় নুয়ে না পড়ে উপায় আছে?

***

হাত ধুয়ে ধুয়ে যা অবস্থা দাঁড়িয়েছে, আর ক'দিন এ'ভাবে চললে বাড়ির সাবানগুলো নিজের হাত দিয়ে ঘষে সাফ করে দিতে পারব।

***

একটা জরুরী ওষুধ সংগ্রহের জন্য বেরিয়েছিলাম। তড়িঘড়ি ফেরার পথে দেখলাম মিষ্টির দোকানে ভীড়, রোল-চাউমিনের জন্য হুড়মুড়, এমন কী মোবাইলের দোকানে ক্রেতাদের ব্যস্ততা। 

জানি ব্যবসা বন্ধ মানে কত মানুষের পেটে   টান পড়বে। সব বুঝি। কিন্তু এই ভীড় দেখে গা শিউরে উঠছে।

***

বিভ্রান্ত হব না।
হাত ধোব।
বাতেলা ঝাড়ার স্বার্থে নিয়ম/সতর্কতা অমান্য করব না।
হাত ধোব।
গাঁজাখুরির বানান 'সায়েন্স' নয়, সে'টা মাথায় রাখব।
হাত ধোব।
খেজুরে দরকারে বাড়ির বাইরে পা রাখব না।
হাত ধোব।
হেল্পলাইনগুলো সম্বন্ধে সচেতন থাকব।
হাত ধোব।
কন্সপিরেসি থিওরি কপচাব না।
হাত ধোব।

***

সাবান যে কাজ বেশি হয় তা নিয়ে সন্দেহ নেই।তাছাড়া মানসিক ব্যাপারটাও দেখতে হবে তো। 

স্যানিটাইজারের স্বভাব বড় চাপা। ছুমন্তর গোছের কাজ, এই আছে এই নেই। তুলনায় হাত সাবানের ফেনায় ভরে যাওয়া যে কী অপরিসীম তৃপ্তির; কনফিডেন্সের বেলুন রীতিমতো ফুলেফেঁপে ওঠে।

No comments: