অনেকদিন ছুটির অভাবে বাড়ি ফেরা হয়নি?
ফোনে মায়ের গলা শুনলেই বাড়তি মনকেমন?
রোববার-ফুরিয়ে-এলো মার্কা হাড়হিম?
ছেলেবেলার বন্ধুদের সঙ্গে বহুদিন আড্ডায় মশগুল হতে না পারার জন্য মনভার?
আহা কদ্দিন কেউ-চিঠি-লেখে-না গোছের অভিমান বুকের মধ্যে জমে রয়েছে?
প্রিয় গানের প্লে-লিস্ট বা সঞ্জীবেও মন বসাতে পারা যাচ্ছে না, এমন বিশ্রী ছটফট আর অস্বস্তি মনের মধ্যে?
সে'সব গুমোট আর অন্ধকার সাফ করে মনের মধ্যে ফুর্তির ফ্লাডলাইট জ্বালতে দরকার এমন একটা সেঞ্চুরি..।
রাহানেবাবু, ওই মুহূর্তে আপনাকে শুধু রবীন্দ্রই বুকে জড়িয়ে ধরেননি..।
(২৭ ডিসেম্বর ২০২০তে লেখা, বক্সিং ডে টেস্টে রাহানের শতরানের পর)
No comments:
Post a Comment