- কী হে ভায়া৷ রোব্বারের সকালে এমন ম্যাদা মরে বসে আছ যে৷
- ঝাড়া পঁচিশ মিনিট খবরেরকাগজ পড়লাম গো দাদা৷
- তা' হালচাল কী বুঝছ?
- ডেমোনস্ট্রেট করে বোঝাব? ডেমোন্সট্রেশনের প্রপ সমস্ত রেডি রেখেছি।
- হোক৷ হোক।
- এই যে৷ এ'টা কী?
- আদা।
- আর এইটা?
- কাঁচকলা। অবভিয়াসলি৷
- ভেরিগুড। এ'বারে এ'দুটো যদি মিশিয়ে যদি দিই?
- আরে, আদা অ্যান্ড কাঁচকলা যে৷ মেশাবে কেন? আর এ দু'টো জিনিস মিশবেই বা কেন? তা'হলে তো প্রবাদটাই মাটি৷
- করেক্ট৷ মোক্ষম বলেছেন৷ এ'বার এই আদার টুকরোটা ফের মন দিয়ে দেখুন। উইথ ফুল কনসেনট্রেশন।
- দেখছি৷ টোটাল ফোকাস৷
- এই আদার টুকরোটা হচ্ছে ইডিওলজি। কেমন?
- বেশ। তবে আদা হল ইডিওলজি। তা'হলে ওই কাঁচকলার প্যারালালটা?
- কাঁচকলা ইস অবভিয়াসলি ইকুয়াল টু পলিটিক্স৷
- অবভিয়াসলি৷ অবভিয়াসলি৷
No comments:
Post a Comment