তেইশে জুন ১৭৫৭, পলাশী। বাঙালা এবং ভারতের হাহাকার, কান্নাকাটি, হায়-হায়-এ-কী-হল, ইত্যাদি।
ওদিকে ব্রিটেনে ফুর্তির ঝড়।
কোম্পানির পৌষমাস।
আর রবার্ট ক্লাইভের পৌষ ম্যাক্স আল্ট্রা। আন্ডার দ্য টেবিল বেশ টু-পাইস বাগিয়ে বিলেতে ফিরলেন। সে টাকা নির্বিচারে উড়িয়ে পার্লামেন্টের সীটও বাগালেন। আয়ার্ল্যান্ডে নিজের এস্টেটের নাম দিলেন - পলাশী (Plassey)।
ক্লাইভের সেই বিলিতি পলাশী রয়েছে লিমেরিক কাউন্টিতে। লিমেরিক নামটায় সামান্য দাঁড়াতে হল। বহু বিষয়ের মত কবিতা-টবিতার ব্যাপারেও আমার অজ্ঞতা সুগভীর। তবে লিমেরিক ব্যাপারটা ফেলুদার মুখে শুনে বেশ মুচমুচে লেগেছিল।
তাই হত্যাপুরীতে জটায়ুকে নিয়ে লেখা সেই লিমেরিক এ'দিক ও'দিক করে দিয়ে দিলামঃ
বুঝে দ্যাখো ক্লাইভের বরাতের জোর
ঘুরে গেল ইতিহাস, এলো কলি ঘোর
ট্রেটার যেদিকে যারা
পকেটে নোটের তাড়া
কোম্পানি মসনদে, নবাবী নো-মোর।
(২৬ জুন ২০২১, ফেসবুকে পোস্ট করা)
No comments:
Post a Comment