Friday, July 9, 2021

লুচিবাজ



- বুঝলে ব্রাদার..।

- ফের নেশা করে এসেছেন বিধুদা? মেসের পরিবেশ এ'ভাবে..।

- আহ...নেশা নয়৷ আমায় কি তুমি মাতাল পেয়েছ? পোয়েটিক ইন্সপিরেশন।

- তা কী বলছিলেন..?

- বলছিলাম ব্রাদার..রাত দু'টো সময় লুচির কথা মনে পড়লেই ক্যালামিটি৷

- খিদে পেয়েছে? এক বাক্স খাজা আর এক ডিবে মুড়ি স্টকে আছে৷ চলবে?

- টেস্ট ম্যাচের জন্য মন আনচান হচ্ছে বলে কি লুডোর বোর্ড পেতে বসবে ব্রাদার? 

- যেহেতু খিদে পেয়েছে আপনার..।

- মাঝরাত্তিরে লুচি লুচি মনকেমনের জন্য খিদের কী দরকার। 

- তা বটে।

- ভারী ডেঞ্জারাস সেই লুচি লুচি মনকেমন ব্রাদার৷ ভারী ডেঞ্জারাস৷ প্রেমট্রেমের ব্যথা রাতবিরেতে বুকে ধাক্কা দিলে তাও ট্রীটমেন্ট আছে৷ আফটার হল হৃদয় ইজ হাইলি ধুরন্ধর। খানিকক্ষণ কিশোরকুমার শুনে বা ছাতে পায়চারি করে প্রেমের হুহুকে বাগে আনা যায়৷ বাট দ্য বাগ অফ লুচি ইজ মার্ডারাস বিকজ নোলাকুমার হৃদয়বাবাজীর মত হিসেবি নয়৷ নোলা হলো বাউল..কখন আলুথালু হয়ে ভেসে যাবে..কেউ বলতে পারে না৷

- আপাতত তা'হলে ক্র‍্যাশ করুন৷ কাল সকালে লুচি না হোক, সুরভী সুইটসের কচুরি আর ছোলার ডালের ব্যবস্থা করা যাবে। 

- তুমি ছিলে তাই এই কেঠো মেসবাড়িটাকেও সংসার মনে হয় ব্রাদার। যাক, কাল সকালের কচুরির দায়িত্ব তোমার৷ আর আজ রাত্রে কিশোরকণ্ঠী হয়ে আমিই তোমার শুশ্রূষা করি বরং। 

- এর মানে?

- বললাম তো৷ আমার লুচি হাহাকারের কেসটা মেজর৷ সে আনচান সামাল দেওয়া যাবে না৷ কিন্তু তোমার হৃদয়-ভাঙচুরটা খানিকটা মেরামত করতে পারব, গান গেয়ে৷ চলো ছাতে৷ পায়চারিও হবে, কিশোরকুমারের গানও হবে। 

- আমার হৃদয়-ভাঙচুরের সমাচারটা আপনাকে কে দিল? মন্টু?

- নিজের সংসার। খবর না রেখে উপায় আছে? তবে ভেবো না৷ হিল্লে হয় যাবে। প্রেমই তো ভেঙেছে, রাতবিরেতে লুচির জন্য তো বুক ফাটছে না৷

No comments: