Monday, December 27, 2021

গদ্দারি

- বড়দা! এই বড়দা!
- কী হল, অত লাফালাফি করছিস কেন।
- শেষ পর্যন্ত তুই এ কাজ করলি?
- দুপুরের অমলেটটা পুড়িয়ে দিয়েছিলাম বলে রাগ করেছিস ছোট?
- কথা ঘোরাস না। কথা ঘোরাস না! তুই জানিস আমি কী নিয়ে কথা বলছি।
- মাইরি না।
- তুই ক্লাবের ডিবেটে স্টেজে উঠে দেশের নিন্দে করেছিস! পাবলিকলি দেশের নিন্দে করেছিস!
- দেশের নিন্দে?
- নেকু সাজিস না বড়দা। আমি সব শুনেছি।
- আরে কিছু কিছু সিস্টেমিক ফ্ল পয়েন্ট আউট করেছি ...আমাদের সিভিক সেন্সের কিছু অভাব নিয়েও একটু এলাবোরেট করেছি বটে...। কিন্তু...।
- তোর থেকে এমন গদ্দারি আমি এক্সপেক্ট করিনি দাদা।
-গদ্দারি? বটে?
- আলবাত গদ্দারি। কোন দেশটা নিখুঁত শুনি! প্রব্লেম কোথায় নেই। ঝুটঝ্যামেলা কোথায় নেই। তাই বলে আমরা খামোখা রাস্তায় নেমে দেশের নিন্দে করে চেল্লামেল্লি করব? ইনসাল্ট করব? পেট্রিয়টিজমের কি কোনও মূল্যই নেই আজকাল? এই তোর শিক্ষাদীক্ষা? ছিঃ!
- আহ্‌...শোন...।
- আমার কোনও কিছু খারাপ লাগলে কি তুই পাড়ার মোড়ে দাঁড়িয়ে মাইকে সে'সব ফলাও করে বলবিরে বড়দা?এই তোর লয়্যালটি?
- দ্যাখ ছোট! বড্ড বাতেলাবাজ হয়ে যাচ্ছিস দিনদিন। সমুদ্রে এক চামচে নুন ফেললে সমুদ্রের জাত যাবে না, সমুদ্রের কাছে তুই আর আমি ইনসিগনিফিক্যান্ট। দেশ হল সমুদ্র। তোর আমার মত এলেবেলের জন্য সে ঢেউ আটকে বসে নেই। আর কিছু মনে করিস না, খোঁচালি যখন বলেই দিই। সত্যিই তোর স্টেজে উঠে তোর নিন্দে করতে আমার বাঁধে। এই যে কথায় কথায় হুজ্জুতি করে বেড়ানো, কলার টেনে জ্ঞান দেওয়া, যে'খানে সে'খানে থুতু ফেলা, ট্যাক্স ফাঁকি দেওয়ার ফিকির খোঁজা...এ'সব দেখলেই আমার গা জ্বলে।
- না মানে দাদা... আসলে...।
- লায়েক হয়েছিস। গাঁট্টা দেওয়ার বয়স আর নেই। কাজেই তোর প্রতি যে রাগ; সে'টা হজম করে নিয়ে দেশের হয়েই হাহুতাশ করতে হল অগত্যা।
- আহ্‌, কী যে তুই বলিস বড়দা...।
- তোর কথায় কথায় অন্যের গায়ে পড়ে ঝগড়া করার এন্থু আছে, আর আমার কপালে অম্বল আর ডাইজিন। তাই বেশি হুল্লোড় করতে পারি না। তবে শুনে রাখ ছোট, স্টেজে উঠে আমি কিন্তু তোর মত লোককেই গাঁট্টা মারতে চেয়েছি। সে'টা তুই দিব্যি টের পেয়েছিস। টের পেয়েছিস বলেই সেই গাত্রদাহ। এই গাত্রদাহকে খবরদার প্যাট্রিয়টিজমে বলে চালাতে যাস না।
- আরে কী থেকে কী কথা! যাক গে, চায়ের জল বসাচ্ছি। চলবে? এক কাপ?
- তা'তে এক চামচ এক্সট্রা চিনি দিস। আর পারলে ইনকাম ট্যাক্স রিটার্নটা সময় মত জমা দে। ইডিয়টকুমার বাতেলাসিংহ গপ্পবাজ।

No comments: