আদত অসাবধানতা।
রোলের অর্ডার দিয়ে রোলের চাটুর ওপর শ্যেনদৃষ্টি না রাখা৷
আদত অসহিষ্ণুতা।
রোলের পরোটা ভালোভাবে ভাজা হওয়ার আগেই রোলদাদা বা রোলদিদিকে "হল কী" বলে বেফালতু তাড়া দেওয়া।
আদত অজ্ঞানতা।
প্লেটে বা বাটিতে রোল সাজিয়ে দেওয়া।
আদত অসতর্কতা।
রোল থেকে চিকেনের টুকরো পড়ে যাওয়া।
আদত অভব্যতা।
রোলের কাগজ খোলাটা শিল্প। মিহিভাবে, সরু পরতে পরতে, নরম ভাবে সে কাগজ না খুলে, খাবলে ছিঁড়ে ফেলা।
আদত অসভ্যতা।
ধীরেসুস্থে রোলের রোলত্ব উপভোগ না করে, রোল কামড়াতে কামড়াতে অফিস-ব্যবসা কাজকর্ম-ব্যস্ততার গল্প ফাঁদা।
No comments:
Post a Comment