ইয়ারদোস্তিঃ ওহ তুই এসেছিস!বাঁচালি মাইরি! অমলেট খাবি না স্ক্র্যাম্বলড? অমলেট? গুড চয়েস। যা দেখি, ক্যুইকলি এক জোড়া অমলেট ভেজে আন৷ দেখিস, আবার আগের দিনের মত পুড়িয়ে ফেলিস না। আর রান্নাঘর নোংরা করে আসিস না।
প্রেমঃ আরে, তোর অপেক্ষায় গোটাদুপুর সুডোকুতে উড়ে গেল। যাক। পাঁচ মিনিট বস। চট করে একটা হাইক্লাস অমলেট ভেজে আনি৷ স্পেশাল মাশরুম আনিয়ে রেখেছি৷ কুচিয়ে দিই একটু?
মায়াঃ ও কী রে ইডিয়ট! বনেবাদাড়ে ঘুরেঘুরে শ্রীবদনটার কী অবস্থা করেছিস! চট করে হাতমুখ ধুয়ে আয়, আমি কড়া করে মামলেট ভেজে আনছি৷ তারপর গপ্পগুজব হবে'খন।
স্নেহঃ সময় হল ফেরার? যাক! *রান্নাঘর থেকে ভেসে আসা ডিম ফাটানোর আর ফেটানোর শব্দ*
No comments:
Post a Comment