১।
দেখুন মশাই। আমি বড় জোর বারচারেক 'ধুর্বা* বলেছি৷ কয়েকবার 'ঢ্যা*না' বলেছি৷ খানকয়েক বোকা**'ও যে বলিনি তা নয়। তবে, খিস্তি দিইনি৷ বাজে কথায় কান দেবেন না! শুনে রাখুন; খিস্তি আমি দিইনি৷ দিতেই পারিনা।
২।
আরে! সে মিথ্যেবাদী রাস্কেলের কী দুঃসাহস! বলে কিনা আমি নাকি পোস্টকার্ডে খিস্তি লিখে পাঠিয়েছি! ডাহা মিথ্যে মশাই৷ ডাহা মিথ্যে! এক্কেবারে আড়াই কিলো সাইজের গুল৷ আমার সাদা মনে কাদা নেই মাইরি, স্রেফ দু'তিনটে ইনল্যান্ড লেটার পাঠিয়েছিলাম কিছু গালাগাল লিখে৷ সেই তিলকে তাল করা? এত বিষ মনে?
৩।
আরে, শুনুন৷ শুনুন। আমি মানুষটা একটু মাইডিয়ার গোছের, বুঝলেন। তা একদিন আমি 'এসো বাবুসোনা' বলে কোলাকুলি করতে গেলাম! ও মা! ব্যাটার কী মাতব্বরি ভাবুন; কোলাকুলি রিফিউজ করে সে কিনা আমায় হাইফাইভ অফার করলে? কী মারাত্মক ইনসাল্ট! কী ইনসেনসিটিভ জুতোপেটা! আমি ওর নামে মামলা করব! ওর ভিটেয় ঘুঘু চরাব! এই বলে রাখলাম! দ্যাখ শালা কত ধানে কত চাল!
No comments:
Post a Comment