- খবরটা শুনেছ সৌরভদা?
- শুনেছি৷
- গা শিউরে উঠছে।
- ব্যাপারটা বেশ আননার্ভিং তো বটেই।
- ক্লাবের ছেলেমেয়েদের ডাকব? আজ সন্ধ্যের দিকে একটা মিটিং করে যদি..।
- হঠাৎ মিটিং কীসের শুভ?
- আজকের এই পলিটিকাল নৃশংসতার বিরুদ্ধে একটা প্রটেস্ট তো হওয়া দরকার৷ এতবড় একটা ঘটনা ঘটে গেল অথচ সবাই নিশ্চুপ৷ রাস্তাঘাটে তেমন কাউকে সোচ্চার হতেও দেখা যাচ্ছে না৷ কিন্তু তুমি যদি সবাইকে গাইড করো, ইন্সপায়্যার করো; তা'হলে সবাই বুকে বল পাবে৷ সাহস করে রাস্তায় নামবে৷ তুমিই তো কতবার আমাদের টেনে নিয়ে গেছ সৌরভদা৷ তুমি পাশে ছিলে বলেই আমরা..।
- এই তোদের একটা বিচ্ছিরি রোগ শুভ৷ সব কিছুতেই পলিটিকাল লাফালাফি৷ এ'বার থাম দেখি৷ আর মন্টুকে বল একটু চা-মুড়ির ব্যবস্থা করতে৷ বড্ড খিদে পেয়েছে৷
- এ'টার রাজনৈতিক প্রটেস্ট হওয়া উচিৎ নয়?
- না৷ উচিৎ নয়৷
- কী বলছ সৌরভদা, ইউক্রেনের ব্যাপারেও আমরা পথে নেমেছি৷ আর নিজেদের পাড়ার ব্যাপারটাকে পাত্তা দেব না? অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকব?
- সে'টাই করা দরকার৷ পুটিন আমাদের ক্লাবের ফান্ডে টাকা ঢালেনা৷ পুটিন আমাদের ক্লাবের জিম বানানোর জন্য টাকা দেবে না৷ নতুন টিটিবোর্ডগুলো রাশিয়া থেকে আসবে না। কিন্তু এমএলএ শ্যামল দত্ত ক্লাবকে রসেবশে রাখবে৷ এই ছুটকোছাটকা ব্যাপার নিয়ে আমরা প্রটেস্ট-ট্রটেস্ট করলে শ্যামলদা একটু এমব্যারেসড হতে পারে৷
- ছুটকোছাটকা? তুমি এ'ভাবে বলবে সৌরভদা? এত বড় একটা পলিটিকাল ক্রাইম! এর কোনও প্রতিবাদ হবে না?
- শুভ, নিজের ভালো বুঝতে পারাটাও পলিটিক্স৷ আর সে জন্যেই, সব ব্যাপারে ছিঁচকাঁদুনে হয়ে রাজনীতি টেনে আনিস না৷ এখন এ'সব বাজে কথা ছেড়ে মন্টুকে বল চট করে চা-মুড়ি-চপ দিয়ে যাবে৷ সে'সব খেয়েদেয়ে ক্যারম পেটানো যাবে'খন৷
No comments:
Post a Comment