একদিকে
- হ্যালো ভটকাই! আপডেট আছে।
- জরুরী?
- জরুরী।
- শুনি।
- দিল্লীতে মারাত্মক বৃষ্টি নেমেছে। মারাত্মক।
- কতটা মারাত্মক?
- রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস যাকে বলে।
- এক্সপ্রেশন শুধরে নে।
- কী'রকম?
- বল ইট ইজ রেইনিং বেগুনিজ অ্যান্ড ফুলুরিজ।
- ওউক্কে। যাই। ব্যবস্থা করি গিয়ে।
- বারিষ মুবারক ব্রাদার।
- থ্যাঙ্কিউ।
অন্যদিকে
আজ দুপুরের দিকে আড়াই মিনিট বৃষ্টি হয়েছিল।
আনন্দের আতিশয্যে
আড়াই হাজার প্লুভিওফাইল মার্কা হোয়্যাটস্যাপ ফরওয়ার্ড দেওয়া-নেওয়া করেছি৷
আড়াইশোবার "ইশ্, গাড়িতে ছাতা রাখতে ভুলে গেছি" বলে জিভ কেটেছি৷
আড়াই ঘণ্টা লূপে 'আজি ঝরঝর মুখর বাদরদিনে' শুনেছি৷
আর ট্র্যাফিকে সম্ভবত আড়াই হাজার বছর আটকে ছিলাম।
আদেখলাপনার যোগ্য শাস্তি৷
No comments:
Post a Comment