Sunday, November 6, 2022

মামার রিভেঞ্জ ফর্মুলা



- মামা, লোকে বলছে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। এমন সাকসেসফুল হতে হবে যাতে হাড়বজ্জাত লোকজন হিংসেয় জাস্ট জ্বলে-পুড়ে খতম হয়ে যায়।

- বাহ্‌, তা'হলে আর চিন্তা কীসের। বদলার চিন্তা না করে, সাকসেসফুল হওয়ায় মন দে।

- খাটাখাটনি করছি বটে, তবে সাকসেস-টাকসেস ঠিক গ্রিপে আসছে না।

- তবে আর মরাল থিওরি কপচে হবেটা কী। যা গিয়ে দু'টো গাঁট্টা মেরে আয়। পারলে আড়াল থেকে ঢিল ছোঁড়।

- মারধোর করলে বড় লাগে। গাঁট্টার বদলে চিমটির সিচুয়েশন এলেই আমি ক্র্যাশ করে যাবো। নার্ভ ধরে রাখতে পারব না।

- গুণ্ডা লাগা।

- গুণ্ডা? তুমি শকুনি না কংস?

- সাকসেসফুল হয়ে লোকজনকে জেলাস করতে পারবি না। লাথি-ঘুষি চালাতে পারবি না। গসিপ ছড়াতে পারবি?

- গসিপ? আড়ালে-আবডালে নিন্দে করতে হবে?

- শুধু নিন্দে নয়। সে নিন্দে ডাহা মিথ্যে হতে হবে। স্ক্যান্ডাল তৈরি করতে হবে। ওটাই হচ্ছে কোল্ডেস্ট রিভেঞ্জ।

- মামা, আইডিয়াটা ভালো। কিন্তু...

- আবার কিন্তু?

- মিথ্যে বলতে খারাপ লাগে না। কিন্তু আমি ঠিক গুছিয়ে বলতে পারিনা। ছড়িয়ে ফেলি। খেই রাখতে পারিনা। গুলগুলো ইনকসিস্টেন্ট হয়ে যায়।

- নাহ, ওই নার্ভ নিয়ে গসিপ ছড়াতে যাসনা।

- মামা, আমার আর রিভেঞ্জ নেওয়া হবে না? এত অন্যায় অপবাদ স্রেফ ডাইজেস্ট করে নেব?

- সব অপমান যদি চিরকাল হজম করে যাস, তা'হলে এই দুনিয়া তোকে সার্ভাইভ করতে দেবেনা। গুরুদেব বলে গেছেন; জন্মিলে রিভেঞ্জিতে হবে, সন্ন্যাসী কে কোথা কবে।

- তবে উপায়?

- যখনই কেউ ইনসাল্ট করবে, সোজা নিজের প্রিয় কাটলেট আনিয়ে হেমন্ত শুনতে শুনতে খেতে আরম্ভ কর।

- তা'তে কী হবে?

- ম্যাজিক!

- ম্যাজিক?

- ম্যাজিক। যেই দেখবি কেউ বিট্রে করছে, অমনি কাটলেট-হেমন্ত ফায়্যার করবি। যত বিট্রেয়াল; তত কাটলেট, তত হেমন্ত। ক'দিন পর দেখবি তোর বডি বিট্রেয়ালের রেস্পন্সে নিজে থেকেই বাড়তি ডোপামিন জেনারেট করছে। শরীরের রেস্পন্স অ্যালগরিদমটাই পালটে দে। ল্যাঠা চুকে যাবে।

- থ্যাঙ্কিউ মামা। তা'হলে আপাতত জোড়া কাটলেট অর্ডার দেওয়া যাক..।

No comments: