- আচ্ছা বাপ্পাদা, একটা জরুরি কোশ্চেন ছিল।
- ফায়্যার করে ফেলো বিলুকুমার।
- তুমি আমার শিক্ষক, রেস্পেক্টেড গুরুজন, তাই ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি...।
- আহ্, প্রশ্নটা করতে দাও। একটু ফিলোসফিকাল। বুঝলে তো।
- ট্রিগোনোমেট্রি বানান শিখলি না, ফিলোসফি নিয়ে প্রশ্ন করবি বিলু?
- ধ্যের। বাদ দাও।
- আরে মুখভার করতে নেই। করেই ফেল প্রশ্নটা।
- থাক।
- পেটে প্রশ্ন রাখলে খিদে কমে যায়।
- করি?
- শুট।
- ভেবে বলো বাপ্পাদা, পরীক্ষায় পাশ-ফেলটাই কি লাইফে সব গো?
- অনেস্টলি বলব রে বিলু?
- নিশ্চয়ই।
- বেশ। তা'হলে শোন। যারা ফেল করে, তাদের জন্য পাশ-ফেল কোনও ব্যাপারই নয়।
- যাচ্চলে।
- কাজেই; রিল্যাক্স।
- তার মানে পাশ করলে...।
- পাশ-ফেল মারাত্মক ইম্পর্ট্যান্ট। লাইফ অ্যান্ড ডেথ।
- আর ফেল করলে?
- পাশ-ফেল দিয়ে কি কিছু হয় রে পাগলা? ও'সব কিস্যু না। জঞ্জাল, জঞ্জাল। মায়া।
- এর মানে কি?
- তোর যা সিচুয়েশন বুঝছি, তোকে ওই জঞ্জাল কনসেপ্টেই ফোকাস করতে হবে।
- তুমি অত্যন্ত জঘন্য টিউশনি মাস্টার।
- তোর কথাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফটার অল, আলেকজান্ডারকে মাটি কোপাতে দিলে হবে? প্লেটো-সক্রেটিস লেভেলের ডেপ্থ নিয়ে তোকে ক্যালকুলাস শেখাতে হচ্ছে। সাবলাইম ট্র্যাজেডি।
No comments:
Post a Comment