Saturday, December 31, 2022

শান্তনু চৌধুরী হালহকিকত



- চাউড্রি, ওয়েল ডান।
- থ্যাঙ্কিউ স্যর।
- এত ডিটেলড প্রেজেন্টেশন আমি খুবই কম দেখেছি। ডিরেক্টরস ওয়্যার ভেরি প্লীজড।
- যাক, খাটাখাটনি সার্থক।
- ইউ লুক একটু টায়ার্ড। কী ব্যাপার? রিল্যাক্স মাই বয়। আজ সন্ধেবেলা তোমায় এমন জ্যাপনিজ স্কচ খাওয়াব যে...।
- আসলে স্যর, ঠিক ভাল লাগছে না...।
- সে কী! আন্ডার দ্য ওয়েদার?
- ইয়ে মানে, শরীর ঠিকই আছে...আসলে...।
- ক্লান্তিটা অবশ্য ন্যাচরাল, স্ট্রেস তো কম গেল না। তবে এই উইকেন্ডটা একটু রিল্যাক্স করো, দেখবে এভ্রিথিং উইল বি ফাইন। ঈট ওয়েল। গো অন আ লং ড্রাইভ। আর লেটস সি...ইকিগাই বইটা পড়েছ? বড্ড সুদিং। লাইফের পার্স্পেক্টিভ এমন ভাবে পালটে দেবে...।
- হুম, দেখি।
- কিন্তু আজ সন্ধের গেট-টুগেদারটা ভুলো না। ডায়রেক্টরসরা থাকবে। ওদের সঙ্গে একটু গল্প আড্ডা না জুড়লে চলবে কেন?
- আসলে...। মনটা না কেমন যেন...।
- ইউ আর অ্যান অ্যাসেট চাউড্রি। রিল্যাক্স...। তোমার একটু ফুর্তি দরকার...।
- ফুর্তি দরকার...তাই না?
- ঠিক তাই। সন্ধেবেলার পার্টিটা ভুলো না। ওউক্কে?
- ওকে।

***

- হ্যালো! বলো।
- বলছিলাম কী সুমি...।
- তোমার প্রেজেন্টেশন কেমন গেল?
- এক্সেলেন্ট। এক্সেলেন্ট। সবাই খুব প্রশংসা করলে।
- ভেরি প্রাউড অফ ইউ। কংগ্রাচুলেশনস।
- আরে ধুস।
- প্রশংসাটা তুমি ডিজার্ভ করো মিস্টার চৌধুরী।
- ডিজার্ভ করি। তাই না?
- নিশ্চয়ই করো। এত খাটছো। ফল পেতেই হবে।
- তাই তো। ঠিক তাই।
- অত মিইয়ে কথা বলছ কেন?
- ইয়ে, মনটা না...কেমন কেমন করছে।
- সে কী! কারুর সঙ্গে ঝগড়াটগড়া হল নাকি?
- কই, না তো।
- তুমি বড্ড টায়ার্ড শান্তনু। ভালো করে দু'দিন রেস্ট নাও। ঘুমোও। চলো কোথাও ঘুরে আসি। ইউ উইল ফীল গুড।
- তোমার তাই মনে হচ্ছে?
- স্পষ্ট।
- হুম।
- আর শোনো, হাঁড়িমুখ করে বসে থেকো না প্লীজ। দিস ইজ আ বিগ মোমেন্ট, এঞ্জয় করো। অফিসে তোমার খুব প্রশংসা হচ্ছে নিশ্চয়ই...।
- তা হচ্ছে।
- মুহূর্তটা উপভোগ করো প্লীজ।
- উপভোগই করি বরং। তাই না?
- একদম!
- যাক।
***
- হ্যালো, বসন্ত?
- আর ভাই শান্তনু, কদ্দিন পর ফোন করলি! তুইই একটা পেল্লায় চাকরী করিস বটে! পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করারও টাইম নেই।
- হ্যাঁ রে, তোর অভিযোগটা ঠিক ফেলনা নয়য়। অনেকদিন কল করা হয় না...।
- তা হঠাৎ আজ কী মনে করে?
- কিছু মনে করে ঠিক নয়। এমনি । হঠাৎ কেমন ইচ্ছে হল...।
- আরে ভাই, পুরনো ইয়ারদোস্তদের ভুললে চলবে কেন?
- ভুলিনি রে। এই দ্যাখ না, আজ মনটা কেমন হ্যাঁচোড়প্যাঁচোড় করছিল, টুক করে কল করে ফেললাম।
- কী ব্যাপার ব্রাদার, মনের মধ্যে ইয়ে তো ভালো ব্যাপার নয়।
- ভাল নয়, তাই না?
- আদৌ নয়। তা, কনজুগ্যাল ইয়েটিয়ে নয় তো? গোপন প্রেম-ট্রেম?
- ধুস। সে'সব কিছু নয়।
- ওহ, বুঝেছি। বড় চাকরির বড় হ্যাপা। তা'তেই শান্তনুবাবু ঘায়েল।
- ঘায়েল, তাই না?
- এক্কেবারে। কনক্রিট ডায়াগোনিসিস। ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার।
- ট্রিটমেন্ট?
- হবে। হবে। বসন্তদার আড্ডায় শনিবার চলে আয়। খেজুরে-আলাপ হবে, গান বাজনা হবে। দু'হাত তাসও হবে। দেখবি, মন এক্কেবারে ফ্রেশ।
- ফ্রেশ হয়েই যাবে, কী বলিস?
- গ্যারেন্টি। তাছাড়া তোকে অরূপদার দোকানের ফিশফ্রাই খাওয়াব। ও জিনিস একজোড়া খেলে দেখবি মন বাবাজি টগবগিয়ে ছুটছে।
- বাহ্‌, বাহ্‌।
- তা'হলে শনিবার দেখা হচ্ছে। দেখিস, ফের ফাঁকি দিসনা। আমি বসন্তদাকে বলে রাখব। এখন আসি ভাই। ছেলেকে জিওমেট্রি পড়াতে হবে। মারাত্মক ফাঁকিবাজ হয়েছে।
- আয়।
**
- ও মশাই। ও মশাই!
- হুঁ?
- বেঞ্চিতে আর কতক্ষণ ঘুমোবেন? দোকান বন্ধ করার সময় হয়ে গেল তো।
- ওহ। সরি। উঠছি।
- আরে এখনও বসতে পারেন মিনিট দশেক। ছেলেপিলেগুলো বাসন মাজা শেষ করুক। তারপর তো।
- তা, আমার কত টাকা হল?
- চার কাপ চা, ছ'টা বিস্কুট, একটা সিঙ্গল ডিমের মামলেট। নব্বুই টাকা।
- এই যে। ইয়ে, আপনার চায়ের কোয়ালিটি খুব ভালো।
- আপনি তো ওই বড় টাওয়ারের অফিসে কাজ করেন, তাই না? আপনাকে আগেও দেখেছি এক'দু'বার। আপনি তো নির্ঘাত চাইলেই দার্জিলিং চা টেবিলে আনিয়ে নিতে পারেন। আমার এই বারবার জ্বাল দেওয়া চা ভাল লেগেছে? মাইরি?
- মাইরি। এক্সেলেন্ট কোয়ালিটি। ঘন। দুধ-চিনিতে কিপটেমো নেই।
- আর এক কাপ খাবেন? সসপ্যানে আছে, ঠাণ্ডা না। টাটকা। এই সদ্য নিজের জন্য বানালাম।
- দেবেন? দিন।
- মিন্টু, এক গেলাস চা আগে এ'খানে দিয়ে যা। তারপর সসপ্যান ধুতে নিয়ে যাস।
- থ্যাঙ্ক ইউ। তা'হলে আরও দশ টাকা তো?
- এই কাপের দাম দিতে যাবেন না প্লীজ।
- ওহ, হে হে। ধন্যবাদ। তা, আপনার নামটা কী?
- আমি বিজয় সমাদ্দার।
- আমি শান্তনু চৌধুরী।
- কিছু মনে করবেন না, শান্তনুবাবু। আমি খেজুরে আলাপের লোক ঠিক নই। তবু, একটা প্রশ্ন করব?
- করবেন? করুন।
- আপনার কি মনখারাপ?
- আমার মনটা সত্যিই খারাপ, তাই না?
- ও মা, সে তো আপনি বলবেন।
- আজ দুপুর থেকেই জানেন, সত্যিই কেমন যেন...মনটা ম্যাদা মেরে আছে।
- কেন বলুন দেখি?
- কে জানে। ঠাহর করতে পারছি না। তবে মনটা ভার, জানেন।
- মন ভারের কোয়ালিটিটা কেমন বলবেন?
- মানে, কী বলি...যেন কেউ ঘাড়ের ওপর একটা বড় ওজন চাপিয়ে রেখেছে। বুকের মধ্যে থেকে হাওয়া শুষে নিয়েছে। মুখটা তিতকুটে। অত যত্ন করে মামলেটটা বানিয়ে দিলেন, সে'টাতেও স্বাদ পেলাম না।
- বড্ড মন খারাপ শান্তনুবাবু?
- বড্ড।
- কারণটা টের পাচ্ছেন?
- বাকিরা জানে বটে, আমার মনখারাপ কেন।
- আপনি জানেন?
- না। আমি কাঁচকলা কিছুই জানি না।
- আপনি আর একটু বসবেন এই বেঞ্চিতে?
- বাহ, আপনি দোকান গোটাবেন না?
- আজ না হয় ট্রেন না নিয়ে ট্যাক্সি ধরব। ভালো বিজনেস হয়েছে গোটা দিনে। কাজেই আর একটু রাত হলে ক্ষতি নেই।
- বাহ্‌, এই লাস্ট রাউন্ড চা'টা মারাত্মক ভালো হয়েছে তো!
- থ্যাঙ্কিউ। একটু এলাচ দিয়েছি ও'টায়।
- তা, এ'বার আমি বলি? মনখারাপের ব্যাপারটা?
- নিশ্চয়ই।
- হ্যাঁ, যা বলছিলাম...। মনখারাপের নেচারটা ভারি কিউরিয়াস বুঝলেন...।

No comments: